বিষন্নতম পংক্তিগুলো
শাব্বীর আহমাদ
" আজকে রাতেরএই ঝিরি ঝিরি গভীর বাতাস ,
হঠাৎ ২- ১ ফোঁটা বৃষ্টি ,
মাথার উপর প্রগাঢ় আকাশ ,
সুনিবিড় নক্ষত্রবিথী ,
একদিন সে ছিল,
আজও আছে হয়তো বা ,
একদিন আমি ছিলাম, আজ নেই,
কোনদিন কি আমি ছিলাম আদৌ ?
কবে আমি নিজেরে নিজে হারায়ে
ফেলেছি কোন ছায়াপথে ,
তা কি জানি ?
আমার প্রশ্নগুলো ,দীর্ঘশ্বাস গুলো
সুনীল আকাশের চামড়া ভেদ করে
পরাজিত নক্ষত্রের মত
বেদনা, হাহাকার ছুড়ে দেয়
ছায়াপথগুলোতে ,
পৃথিবীর সব কিছুই সুন্দর ভাবে খাপে খাপ খেয়ে যায়,
কেবল আমিই ব্যতিক্রম !
অযাচিত কৌতুহল, অসহ্য জীবন বেদনা নিয়ে আমি পৃথিবীতে
বড় অসুন্দর , উদ্ভট, বেমানান
একলা দাড়িয়ে রই ,
পৃথিবীবাসী আমি কথা দিচ্ছি
আমি চলে যাব অনন্তলোকে ,
যদি সত্যিই সেরকম কিছু থেকে থাকে,
না থাকলেও
আমি কথা দিচ্ছি পৃথিবীবাসী
বালিকা
শাব্বীর আহমাদ
" একটু একটু করে বড় হচ্ছে বালিকা
চুলে , চোখে লাগছে রং ,
মনেও কি নয় ?
একটু একটু করে বাড়ছে বালিকা
গভীর থেকে গভীরতর
বাড়ছে তৃষ্ণা ,
ক্ষুধাও কি নয় ?
একটু একটু করে হাঁটছে বালিকা
এক্কাদোক্কার মাঠ পেরিয়ে
ধূ ধূ প্রান্তর বিশাল
পৃথিবীটাও কি নয় ?
বড় হচ্ছে বালিকা , বড় হচ্ছে বালিকা
কুপোকাত হচ্ছে
কিশোর-তরুণ- যুবা
বৃদ্ধও কি নয় ?
বাড়ছে বালিকা , বাড়ছে বালিকা
জয় করছে হৃদয়
শ্রমজীবী ,পেশাজীবী থেকে ব্যবসায়ী
বনের ঋষি ,চার্চের পাদ্রী,মসজিদের ইমাম
তারাও কি নয় ? "
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন