কবিতা-রাজেশ চন্দ্র দেবনাথ

শামুক

রাজেশ চন্দ্র দেবনাথ


সমস্ত তামাশা পুঞ্জ পুঞ্জ আকাঙ্খা নিয়ে জড়িয়ে ধরে দুচোখের দরজা।
ক্রমাগত রাম ও সীতার নামে সৃষ্টি হয় ভাবনার ফেনা।
বজ্রপাতের মতো বহুবর্ণ বাস্তবতার ইউনিয়ন।
মাতাল স্তনে বাড়তে থাকে জ্বর।
রাতের পর্দা টেনে নিজচরিত্রের পাণ্ডুলিপি পুড়তে থাকি আদিম লালসায়।
কেহ কি শুনবে , দল বেঁধে এসেছে বাউন্ডুলে শামুক।
আজ পিকনিক হবে আহত মেঘে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন