অস্কারের দাবিদার
দুর্জয় বৈদ্য
অন্ধ চোখের সামনে তুমি ফ্লাডলাইট জ্বালাও ,
আর এরপর এসে দাঁড়াও খুব আশেপাশের কোথাও ।
স্থবির জীবনের একমাত্র সজাগ থাকা বাঁ-পাশটাঃ
যেটা তোমার কাছে বন্ধক দেয়া ;
সেটাতে সমুদ্র এসে চোখ টিপ মারে ।
আকাশ আমাকে দেখে করুণা করে
আর চাঁদ ফেরত দিয়ে যায় অমাবস্যার আলো ।
আমি তখন আর বাঁচি না ,
কেবল বেঁচে থাকার অভিনয়ে অস্কারের দাবিদার হয়ে উঠি ।
পথ শেষে
দুর্জয় বৈদ্য
কখনো হারানো রোদের বিকেলগুলোর মতো মুহূর্তের সাথি হয়ে ,
আবার কখনো টুকরো করা মেঘেদের দাসত্বের মতো ।
কখনো মোমের আলোয় ভাঁজ করা রাতের সাথে --
যে রাতে আলোর অনুপ্রবেশ সম্পূর্ণরূপে উপেক্ষিত ;
আবার কখনো সাদা তুষারের সাথে দায়বদ্ধতা দেখাতে ,
বাঁকের পর বাঁক ঘুরতে থাকি আমি ।
অবিরাম , অবিশ্রান্ত ।
দিনের শেষে এসে টোকা দিই সেই চেনা দরজায় ,
হাজার পথের ক্লান্ত পথিকের যে সেটাই একমাত্র বন্দর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন