আমার আমৃত্যু সাধ
আহমেদ মুনীর
ভালোবাসার
চাঁদে আমি খুঁজি তোমার জল সারাক্ষণ
অতীত
অঙ্গার সমুদ্র জীবন অম্লজান
ভালোলাগার
সুর সঙ্গীত গান
পাথুরে
গ্যানিমেডে অতীব ভারী মৌলকণা
অমোছনীয়
লিখনী
অনলের
স্বীকৃত দহন
অনাবিষ্কৃত
আনন্দ খেয়াতরী মহাকাশযান
চার
দেয়ালে আবদ্ব ব্ল্যাকবোর্ড
দু’হাতে
ঢাকা বেদনা বিধৃত আনন
অন্ধকার
ভেদ করে
আঁকড়ে
ধরা আলোক
সামুদ্রিক
ঝড়ে সুনামিতে জলস্রোতে
ভেসে
ওঠা আকর প্রত্ন সনদ
দেয়ালের
ওপারে দেয়াল
সীমান্তের
ওপারে সীমান্ত
দৃষ্টির
ওপারে দৃষ্টি
আঁধারের
ওপারে আঁধার
আলোকের
ওপারে আলোক
কাশবনের
সাদার মধ্যে সাদা
বাঁশবনের
সবুজে ঝিরিবন
বৃষ্টিজলে
বৃষ্টিপাত মেঘমেদুর বর্ষণ
রক্তদানায়
রক্তিম দাহ
মান
অভিমানের খেয়ালী হেলা খেলা মেলা
ক্ষুধার্ত
প্রাণের আর্তনাদ
পদ্মপাতা
আর তার জলজ রক্তাভ চোখ
একাগ্র
বায়ুপ্রবাহের কোমল আলিঙ্গন
অকস্মাৎ
ধেয়ে আসে অজানা অচেনা
কালো
ভুবনের সুতীব্র আঘ্রাত টান
টলমলে
নির্ঝর প্রপাতে
আঁজলা
জলে বাঁচিয়ে রাখি আমার আমৃত্যু সাধ ।।
ধন্যবাদ প্রিয় সম্পাদক
উত্তরমুছুনসুন্দর।
উত্তরমুছুনঅসাধারণ সুন্দর কবিতা
উত্তরমুছুন