ছড়া-ইউসুফ কবিয়াল

পাঠশালা

ইউসুফ  কবিয়াল


আয় সবায় আয় চল
বই-খাতা-কলম নিয়ে
পাঠশালায় সবাই চল
খোকা-খুকিকে সাথে নিয়ে
একত্রে পাঠশালায় চল

পড়া-লেখার ফাঁকে ফাঁকে
সবাই খেলবে ব্যাট-বল
খুকি আঁকে,পড়ার ফাঁকে
আয় সবায় আয় চল
পাঠশালায় সবায় চল

লেখা-পড়ার পাশাপাশি
কাজ করি মিলামিশি
সবাই থাকি হাসি খুশি
পড়া-লেখা করি বেশি

আয় সবায় আয় চল
লেখা-পড়ার কথা বল
গরীব-ধনী সবাই চল
পাঠশালায় সবাই চল

পাঠ বইয়ের পাশাপাশি
ধর্মের-কর্মের বই পড়ি
মন থাকুক হাসি খুশি
সৎ আদর্শে জীবন গড়ি

আয় সবায় আয় চল
পড়া-লেখায় কিসের ছল?
সত্য কথা সবাই বল
পাঠশালায় সবাই চল

আয় চল শিশুর দল
তোরা দেশের ফুল-ফল
পড়া-লেখা সবাই কর
পাঠশালায় সবাই চল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন