কবিতা-প্রতীতি

মিথ্যে প্রেম

প্রতীতি


আমায় ছেড়ে যেতে এতটুকু বাধেনি তোমার
তুমি চলে গেছ বলে থমকে যায়নি জীবন আমার
তুমি থাকতেও সিগারেট অসহ্য লাগত, এখনো লাগে
এত বোঝাই মনকে তবু তোমায় পাবার সাধ জাগে
যখনি রাস্তায় দেখি সিগারেটের পোড়া ছাই
তখনি ভুলটা ভাঙ্গে, তাই তো তুমি তো নাই।
*
তুমি নাই তাতে কি?
এখনো চলে কবিতা লেখা
এখনো থামেনি স্বপ্ন দেখা
তোমার ফেসবুকে মোর অনুমতি নেই কোন
তবু বন্ধুদের সাথে চ্যাট থামেনি জেনো
হয়ত মাঝে মাঝেই আনমনা মন
ইনবক্সে চেয়ে থাকে অপলক প্রতীক্ষায়
এখনো গভীর রাতে ভুল করে দেখে নিই মুঠোফোন,
থাকি তোমার ডাকের অপেক্ষায়
*
তুমি নেই বলে হইনি পরাভৃত
স্রষ্টার দেবালয়ে পেয়ে গেছি মাথা গোঁজার ঠাঁই
আমার আলোয় আজ আমি আলোকিত
মিথ্যে প্রেমের চেয়ে বড় মিথ্যে পৃথিবীতে নাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন