মৃত স্বপ্নেরা
সুমন্ত গোস্বামী
মৃত স্বপ্নের কোলাহলে কাটে বেলা
উদাস বিকেল অনুভূতহীন সুর,
আবলুস কাঠে মেয়েলি রোদের খেলা
আবহমানের হতাশায় ভরপুর।
একলা শরৎ মৃদু মন্দুর হাওয়া
চুপি চুপি ফেরে কাশের সারনী বেয়ে,
তোমার জন্যে অযথাই পথ চাওয়া
এখন তুমি কোথায় থাকো মেয়ে।
স্বপ্ন যখন ঘুমের প্রাচীর বেয়ে
ছড়ায় আমার মনের মরুভূমি,
তখন তোমায় নতুন করে ভাবি
ভালোবাসার ক্ষেত্রফল বুনি।
রোদ ছড়ায় তেমনি পাইন গাছে
সকাল ঘটে উঠোন জুড়ে আজো,
মনে পড়ে সে সব কথা তোমার?
তুমি কি আর তেমন করে ভাবো?
যুবতী তুমি দু: স্বপ্নের মতো
অকারনে যেন বসন্ত ঘটে বনে,
এর চেয়ে তো কিশোরী শরৎ ভালো
তার আঁচলেও জ্যোৎস্না খেলা করে।
তরুন হৃদয় আবেগের রসায়ন
হারিয়ে ফেলেছি জীবনের সেই বেলা,
কিশোরী হয়ে আবার তুমি এসো
রৌদ্রে তোমায় অপেক্ষায় আছি।।
nice poem......Sumanta Goswami
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে।
উত্তরমুছুন