কবিতা-পার্থ ঘোষ এর ২'টি কবিতা

প্রিয়তমা

পার্থ ঘোষ



দিনের পাতা,
ওল্টাতে শত শত,
প্রিয়তমার ভাবনা জাগে,
অপেক্ষায় আর কত?

ব্যস্ত ভিড়ে, ভুল করে,
শক্ত হাত ধরে,
বুঝিয়ে দিয়েছ সাগরজীবন,
শূন্য দিয়েছ ভরে।

দুই পায়ের চন্চলতায়,
প্রাণ ছোটানো আমার,
সরল মনের অবাধ কথা,
মন ভরানোর খাবার।

প্রতি পদে পায়ের নীচে,
রাখতে পারি হাত,
সব ব্যথা সইব, শুধু
না পেলে তুমি আঘাত।

খুশির খবর তোমায় বলে,
প্রশ্বাসের পাই জোর,
স্বপ্নে কাছে না পেলে,
রাতশেষে আসেনা ভোর।

ঠোটের নড়ন বাড়ায় কমায়,
আমার হ্রিদস্পন্দন,
মেটাতে চোখের খিদে,
করব সারাজীবন সংরক্ষণ।

মুক্ত হাসি চোখে মুখে,
আমার সফলতা,
বাড়ির মেঝে অভাব বোঝে,
তোমার পায়ের আলতা।

কাজল চোখে জল,
বাড়ায় বুকের যন্ত্রণা,
ব্যর্থ মাঝে তোমায় ভেবে,
খুজে পাই সান্তনা।

তোমার কথা সুরে গেথে,
গান বানাবই,
তোমার হাতের ছোয়া পেতে,
দুষ্টুমি করবই।

চোখের তারার স্তব্ধতায়,
দুই, এক হয়ে যায়,
নেশার ঘোরে, হ্রিদয় রস,
প্রিয়তমাকেই চাই।।




অন্তরের পাখি

পার্থ ঘোষ



অনেক অতীত হয়েছে,
বাবা মা শাসন,
তোমার ছোঁয়া পেযে,
চাইছি গড়তে বাঁধন।

যেই না আমায় বন্ধু ভেবে,
পা একটু বাড়ালে,
যেই না আমার দু হাত রেখেছি,
তোমার নরম গালে।

পেরিযে বন্ধুত্বের সীমা,
প্রেমের নেই সীমানা,
চলো যায়,খুঁজে নিতে,
জমানো স্বপ্নের ঠিকানা।

মিলে গেছে,দুটি মন,
দূরত্ব শুধু ঠিকানার,
রেখোনা ভেতরে কিছু,
যেন বাকি না থাকে,কিছু বলার।

মনের কথা,শান্ত সুরে,
বলেছ য্ত,টেনেছ গভীরে,
কথাগুলো থেমে যায় নি,
এখনও প্রতিধ্ব্নি করে।

একদিন,তোমায বানিযে নেবো,
মনের মতো সখী,
য্ত্ন করে রাখবো বাসায়,
অন্তরের পাখি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন