বৃষ্টি
দিল মুহাম্মদ শাহেদ
বৃষ্টি তোমায় ছুঁয়ে দেব
যদি কথা দাও
এখুনি করবে বর্ষণ ।
কান পেতে শুধু নীরবে শুনব
যতক্ষণ কও
বাদলা কথন ।
অনেক দিন হয়নি শুনা
মাঝরাত জেগে
টুপটাপ গান ।
কাদা জলে খেলে
জড়াজড়ি মাখা
ভোর রাত শেষে করা স্নান ।
ঝর ঝর করে
থর থর কাঁপে
শিহরিত দেহে কাঁপুনি।
ভেজা ভেজা চুলে
ফোঁটা ফোঁটা জল
হয়নি দেয়া ঝাঁকুনি ।
মিন মিন করে
শন শন কথা
হয়নি কানাকানি।
সলাজ সলাজ
থৈ থৈ করে
হয়নি চুমাচুমি।
বৃষ্টি তোমায় ছুঁয়ে দেব
যদি করো তুমি
এখুনি বর্ষণ।
সারাক্ষণ শুধু
জড়াবো তোমায়
বিজলী চমকে করে গর্জন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন