কবিতা-তন্ময় আলমগীর

তুমি তবে বৃক্ষ

তন্ময় আলমগীর


'হা-পিত্তেশে মরো এই নগ্ন শরীর পেতে/
কী আছে এতে/
ধুলো ছাড়া?/
এই মৃত্তিকা দেহ কৃত্রিম অট্টালিকার সহোদরা'/

'
এভাবে করো না ছল/
তোমার আঁচল/
লালছে গোধুলীর অন্তহীন অন্তরীক্ষ/
তুমি তবে বৃক্ষ/

এই যে তোমার সাদা হাত/
সাগরের স্বচ্ছ কলতান/
ওখানে রাজ্য সঁপে নিশ্চিন্ত সুলতান/

তোমার অন্তর্গত পুরুষ/
পিষে যাক ক্ষভ-কোষ/
কোন পৃষ্টাই নয় যথাস্থা/
তুমি তো বসুধা মাতা'/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন