একটি ডাহুকের পিছুটান
সিয়ামুল হায়াত সৈকত
পাশ কাটিয়ে স্রোতস্বিনীর
মায়া
চিরচেনা ডাহুক অচেনা শহরের গন্তব্যে..
ইশ্! আরও কয়েকটা বছর থেকে আসতে পারতাম,
সেই সন্ধ্যা মালতীলতার গান
সেই অবাধ গন্ধমাখা রক্তকবরীর টান
আবার যেন পিছুডাকে, আয় আয়..
ইচ্ছে করে ডানা দুটো জাপটে ফিরে যাই,
ভালবাসার তটিনীর তীরে।
হয়না,
জীবনটা যে যান্ত্রিক শেকলে বন্দী !
চিরচেনা ডাহুক অচেনা শহরের গন্তব্যে..
ইশ্! আরও কয়েকটা বছর থেকে আসতে পারতাম,
সেই সন্ধ্যা মালতীলতার গান
সেই অবাধ গন্ধমাখা রক্তকবরীর টান
আবার যেন পিছুডাকে, আয় আয়..
ইচ্ছে করে ডানা দুটো জাপটে ফিরে যাই,
ভালবাসার তটিনীর তীরে।
হয়না,
জীবনটা যে যান্ত্রিক শেকলে বন্দী !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন