ছড়া-জাবেদ এ ইমন

থাকব আমি আছে যত, রাজার নীতির পদ

জাবেদ ইমন 


আমিই হলাম পৌর মেয়র আমিই সংসদ 
থাকব আমি আছে যত, রাজার নীতির পদ 
যোগ্যতা হায় বলছে কিসব 
বোকা গুলো কেন করছে কলরব ?

আইনের কথা বলছে কেন 
আইনত আমার হাতে 
ইচ্ছে মত ভাজি মুড়ি 
ঢালি আপন পাতে 
ইচ্ছে মত করতে পারি রদ বদল রদ 

 আইন প্রণেতা রাজা আমি 
থাকব আমি মেয়র হয়ে হব যে সংসদ 
থাকব আমি আছে যত, রাজার নীতির পদ।

২টি মন্তব্য: