কবিতা-হাসানুর রহমানের ২'টি কবিতা

আক্ষেপ

হাসানুর রহমান 


একশ প্রহর কাঁদলে যদি আবার ফিরে আসতে,
সত্যি কথা গুনে গুনে আমি একশ প্রহরই কাঁদতাম ।
একশ রজনী নির্ঘুম কাঁটালে যদি আবার ফিরে আসতে ,
বিশ্বাস করো একশ রজনীর একটি মুহূর্তও তন্দ্রা স্পর্শ করতো না ।

একশটি নীল পদ্ম তোমার পায়ে লুটালে যদি ফিরে আসতে ,
বিশ্ব সংসার তন্ন তন্ন করে আমিও একশটি নীল পদ্ম খুঁজে আনতাম ।
একশটি পর্বত আর সাগর পারি দিলে যদি তোমায় দেখা যেতো আমার পাঁজরে,
বিশ্বাস করো বিনাক্লেশে পারি দিতাম সবকয়টিই পর্বত আর সাগর ।

একশ মাইল পারি দিলে যদি তোমায় আবার ছোয়া যেতো
ক্লান্তিহীন ভাবে পারি দিতাম মাইল পর মাইল ।
একশটি হিম বরফ শীতের রজনী বীণা বস্ত্রে কাঁটালে যদি আবার জোড়াতে তোমার বক্ষে
বীণা দ্বিধায় বস্রহিন ভাবে কাঁটিয়ে দিতাম একশটি হিম বরফ শীতের রজনী।

আক্ষেপ কোন কিছুতেই ফিরবে না তুমি !
একশটি আক্ষেপও কি ফিরবে তুমি ?





সামলে রাখো তোমায় 

হাসানুর রহমান


সামলে রাখো তুমার
ওই মাদক্ময়ি চোখ জোড়া
প্রতি মুহূর্তে নেশায় পরি আমি
হয়ে যায় বদ্ধ উম্মাত

সামলে রাখো তুমার
ওই মাদক্ময়ি হাসি
নেশার ঘোড়ে থাকতে পারি নাহ
পাগল হয়ে যায় যে আমি

খবর্দার সামলে রাখো ওই
নাক ফুলানো রাগ
কসম খোঁদার বাঁচবো নাহ
মরে যাবো আমি ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন