কবিতা-মেঘলা আকাশ

স্বরলিপি

মেঘলা আকাশ


মায়াবী চাঁদনী রাতের রুপালী আলোয়
ভেসে আসে এক অচেনা সুর
মুগ্ধ হরিনী চোখে চেয়ে থাকা
অভিমানী ভালোবাসা দিয়ে এই স্বরলিপি গাঁথা |

হ্রদয়ের সব অনুভূতি গুলো
ছন্দে ছন্দে কল্পনায় ঘুরে বেড়ায়
র্নিঘুম রাতে ভেবে দিশেহারা
মুগ্ধ হরিনী চোখে চেয়ে থাকা
অভিমানী ভালোবাসা দিয়ে এই স্বরলিপি গাঁথা |

আমার দুই আঁখি কল্পনায় যায় হারিয়ে
সজল ধারায় ওই জোছনাময় চারদিকে
যার মায়াজালে বিভোর হয়ে
নিজেকে বিলিয়ে দিব সকল বাধা ভুলে |

মায়াবী চাঁদনী রাতের রুপালী আলোয়
র্নিঘুম রাত ভেবে দিশেহারা
মুগ্ধ হরিনী চোখে চেয়ে থাকা
অভিমানী ভালোবাসা দিয়ে এই স্বরলিপি গাঁথা||

1 টি মন্তব্য: