কবিতা-ফারুকুল ইসলাম

কেউ জানে না

ফারুকুল ইসলাম


কতটা কষ্টে আছি কেউ জানে না,
কতটা কাটা বিঁধেছে বুকে কেউ জানে না,
কতটা কেঁদেছি আমি কেউ জানে না,
কতটুকু রক্তক্ষরণ হয়েছে হৃদয়ে কেউ জানে না,
কেউ জানে না সারা রাত আমি জেগে থাকি,
কেউ জানে না,
কেউ জানে না


সবাই জানে আমি বেঁচে আছি
আমি জানি এটা শুধুই প্রাণ অবশিষ্ট থাকা,
সব পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে আমার,
তবু আমি হাসি
কেউ যখন প্রশ্ন করে-
"
কেমন আছো?"
বলি "ভালো আছি"

বুকে কান্না, মুখে হাসি
এভাবেই বেঁচে আছি মিথ্যেবাদি এই আমি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন