কবিতা-মোঃ আমিনুল ইসলাম আমেল এর ২'টি কবিতা

বাংলা নববর্ষ

মোঃ আমিনুল ইসলাম আমেল


হে বাংলা নববর্ষ
তুমি ভুলিয়ে দিয়ে
সব দুঃখ যাতনা
সবার সুখের স্বপ্নে
আলোকিত হয়ে
এসো হে এসো
শুভো-বাংলা নববর্ষ 
হে বাংলা নববর্ষ
তুমি খুকির হাত ভারাচুড়ি
খোকার উড়ানো ঘুড়ি
নব বধূর হাসির
আনন্দের দিন হয়ে
এসো হে এসো
শুভো-বাংলা নববর্ষ 
হে বাংলা নববর্ষ
তুমি সবুজ শ্যামল
ক্ষেত ভরা সশ্যে
কৃষকের ঘরে
নবান্ন উৎসব হয়ে
এসো হে এসো
শুভো-বাংলা নববর্ষ 
হে বাংলা নববর্ষ
তুমি নদীর ভরা জলে
নৌকায় পাল উড়ানো
মাঝির ভাটি ওয়ালী
গানের সুর হয়ে
এসো হে এসো
শুভো-বাংলা নববর্ষ 
হে বাংলা নববর্ষ
তুমি সামপদায়িক আনন্দে
ঈদের খুশি হয়ে
বাঙগালি জীবনের
নবো আনন্দ উসৎব হয়ে
এসো হে এসো
শুভো-বাংলা নববষ 
হে বাংলা নববর্ষ
তুমি সব হানা হানি
সব বিদেষ ভুলে
বাঙগালীর অতিতের
উজ্জল গরর্বের দিন হয়ে
এসো হে এসো
শুভো-বাংলা নববর্ষ 
হে বাংলা নববর্ষ
তুমি বিধাতার অশেষ
রহমত হয়ে
বিশ্বে মান জাতির
শান্তিময় দিন হয়ে
এসো হে এসো
শুভো-বাংলা নববর্ষ।। 




প্রেমে শুধু বাধা

মোঃ আমিনুল ইসলাম আমেল


আবেগের বসতে প্রেমে হাত বারিয়েছি
আগে বুঝিনি তো প্রেমে
এতো বাধা
বিপতি!!

এখন পড়েছি
প্রেমেরে মায়াজালে
কি করে যে তারে
আমি যায়
ভুলি!!

যদি এখন টানিরে
প্রেমের ইতি
দুটি মনের তো হয়ে
যাবে অসাধ্য
ক্ষতি!!

আর এখন এর
কি করি সমাধান
আমি বুবা কান্নায়
শুধু যে
ভাবি!!

বাধিয়াছে সমাজের
উচু নিচু বাধা বিপতি
কি কর যে এতোটা
করি
অতিক্রমি!!

আর দুজন পালিয়ে গিয়ে বিয়ে এতো বলে
আবাধ্য সন্তান বাবা মা মুখে পড়ে
চুনকালি!!

বাবা মা দিয়ে জন্ম
করিলো তো পালন
বিবেক তো দিতে চায় না
কি করে দেই তাদের
ফাকি!!

দু কোলে তো পড়েছি
আমি বড় টানায়
না পারিছি ছাড়ি
না পারছি যেতে তারে
ভুলি!!

আর প্রেমে পড়ে যে
আমি নিজেই
নিজের করে চলেছি
শুধু যে
ক্ষতি!!

প্রেমে যে বাধা বিপতি
প্রেম না করে
বড় ভালো থাকা যায়
ইচ্ছা মত
সুখি!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন