কবিতা-বেঞ্জিন বেঞ্জয়েট

অভিমানী পাহাড়

বেঞ্জিন বেঞ্জয়েট


ঝর্ণাকে ভালোবাসা' আমার কাল হয়ে দাঁড়ালো ,
আমার সাথে পাহাড় সেই যে রাগ করলো ... !
আর ফিরেও একবার চাইলো না
আমি ছিলাম ''দ্বীপের বাসিন্দা
কালে কালে ঝর্ণার সোহাগ পেয়ে পেয়ে
মনটা নিতান্তই গলে বালিকার সাথে একাকার
মনটাকে বুঝাতে পারিনা আর কিছুতেই
আবেগের গতি রোধ করতে না পেরেই
জলীয় বাষ্প আর ধূলিকণার সাথে মিশে
হিমালয়ের দিকে ছুটে চললুম
মনে একটাই আশা আমি ঝর্ণার সাথে দেখা করবো
মনের সব ইচ্ছের কথা , আবেগের কথা জানাবো
গেলুমও তাই
কে জানে পাহাড় রাগ করবে পাহাড়ের গা ছুঁয়ে
একবার জিজ্ঞেস করলুম ...'তুমি কেমন আছো' ?
পাহাড় কোন জবাব দিলো না
তার কাছেই জিজ্ঞেস করলুম ' ঝর্ণা কেমন আছে' ?
বড় হিংসুটে পাহাড় ঝর্ণার কথা জিজ্ঞেস করতেই
আমার পায়ে কঙ্কর নিক্ষেপ করলো
গিরীশের সাথে যুক্তি করে আমাকে তাড়ানোর জন্য
বড় ব্যাকুল হয়ে গেলো
কত কি তাণ্ডব শুরু করলো !
ওদিকে আর নজর না দিয়ে চলে গেলুম ঝর্ণার কাছে
ঝর্ণার সাথে মর্দন করে গালে একটা চুমু দিতেই
শুরু হল সাইক্লোন আমিও কম বলে ছাড়িনি
সেইদিন বল'টা সহসায় যেন দ্বিগুণ হয়েছিল
শেষে ফলাফল হল ... পাহাড় সেই থেকে কারো সাথে
কথাও বলেনা , কারো সাথে মিশেও না
হয়তোবা সে বড় অভিমানী অথবা বড় হিংসুটে
আমি তার ওরকম স্বভাব দেখেই বিপরীতধর্মী হয়েছি
দুনিয়ার এপার ওপার সব সাগরের সাথে মিশে
একাকার হয়ে থাকি আর উৎফুল্ল দেখাই পাহাড়কে
দিনে দিনে তার হিংসার মাত্রা আরও বেড়ে
দ্বিগুণ থেকে ত্রিগুণ ... মাঝে মাঝে দেখি পঞ্চগুণেও

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন