কবিতা-রায়হান তুলিপ

 হৃদয়ে

রায়হান তুলিপ


স্বপ্ন ভাসে দু'চোখ ভরে
হূদয় শুধু তোমায় খোজে
ভালোবাসা দিব আমি তোমায়
তুমি বেসো ভালো শুধু আমায়


মনের মাঝে আজ বইছে হাওয়া
তোমায় ছাড়া যায় না থাকা
তুমি আমার প্রথম প্রেম
তমিই আমার ভালোবাসা

হূদয় জুড়ে আছ তুমি
তোমায় নিয়ে তাই স্বপ্ন দেখি


হূদয়ে জমে আছে কথা
হয়নি তা আজও বলা
ভলোবাসি আমি তোমায়
তুমি ভালোবেসো আমায়

স্বপ্ন নিয়ে বুকে
আছি জেগে
তুমি আছ আমার,  হৃদয়ে।।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন