কবিতা-রায়ান নূর

ফুলেরা শুকিয়ে যায়

রায়ান নূর


ফুলেরা শুকিয়ে যায় নিত্যদিন
                  
শীত,বসন্ত,পূর্ণিমা আর অমাবস্যায়,
কাঁটাতারে,ল্যাম্পপোষ্ট আর নর্দমার দূষিত জলে
  
ঝড়ে যায় উষ্মতার বিকিরণেকখনো হাওয়ায়;
রিক্ততার স্বাদ ঘুচে যায় নুন তরলে দিঘির মত
অপরিনামদর্শী বিজ্ঞানীর মত ছোট অ্যাম্পিয়ারে
ঘড়ির কাঁটায় লিখা হয় ইতিহাসের পুরনো অধ্যায়
ফুলেরা শুকে যায় বরফের সূর্যাতাপের পীড়নে
             
কতেক নামহীন ভ্রমরের আনাগোনায়,
সুবাস আর মধুর বোতলে ছুয়ে যায় জোছনার খবর
চেরাগের আলো ঘনীভূত হয় পাতলা কাপড়ে
      
বিজলীর উদয় হয় শিশিরে আহারের বায়নায়
মনের দরজায় লেগে যায় শুষ্কতার খট
দুপুরেই হারিয়ে যায়  অনাবৃতের গলিত লাভা
সেতারের পুরনো তারে তখনো বাজে মরণের সুর,
ধূলির আসনে পাতা থাকে তাতারীর হাসি
নম্রতার আবরণে চাপা পড়ে ক্ষুধাতুর হাহাকার
মিটিমিটি জ্বলে বাতিঘরে সন্ধ্যা তারা  বহুদূর
খেজুর রসে খসে পড়ে গোলাপের বাহারী ডানা
পাতার খেলায় মুছে যায় প্রজাপতির রঙ
চাঁদের রাজ্যে খেলে রোজ শিশিরের ছানা
উত্তরীতলে ছেয়ে যায় ভোরের শুভ্র আকাশ
এভাবেই ফুলেরা শুকিয়ে যায় দুপুরের বারান্দায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন