কবিতা-হাসানুর রহমান এর ৩'টি কবিতা

নিশাচর জীবন এবং তুমি

হাসানুর রহমান


মুক্তি চাই না এই নিশাচর জীবন থেকে !
তোমা থেকেও মুক্তি চাই না 
প্রতি মুহূর্তে কুরে কুরে মরতে চাই ! 
মরতে চাই তোমার ওই বিষাক্ত ভালবাসায় 

নিশ্চুপ এই আঁধারেই তো খুঁজি প্রতি মুহূর্তে খুঁজি,
এই অন্ধকার রজনীতেই তো আমি নেশায় পরে থাকি 
তোমার ওই মাদকময়ি হাঁসির নেশায় হয়ে থাকি বোধ্য উম্মাদ
আমি আমৃতুঁ চাই এই নিশাচর জীবন ,
তবেই না তোমাকে পাবো জীবন্ত প্রতিটি নিশিতে
আমি দগ্ধ হতে চাই ,পুড়ে ছারখার হতে চাই তোমার মাঝে
তোমার ভালবাসার অগ্নি ছোঁয়ায় ঝলসে যেতে চাই




তুমি আসলে

হাসানুর রহমান 

তুমি আমার ভুবনে আসলে আমি উপন্যাসিক হবো
একটা অফুরন্তত ভালোবাসার উপন্যাস লিখবো
তুমার সোনালী চোখে তাকিয়ে কাব্য রচনা করবো ,
হবো আমি ভালোবাসার কবি

আমার ভুবনে তুমি আসলে বিদ্রোহী হবো
তুমার না বলা কষ্ট গুলোর সাথে অবিরত বিদ্রোহ করবো
তুমার হাসির শব্দ নিয়ে একটা সংগীত রচনা করবো
সেই সংগীত বাঁধবো আমার কণ্ঠে গাইবো সে গান শুধু তুমার জন্য

আমি প্রেমিক হবো ভালবাসবো শুধু তুমায় অনন্ত কাল ধরে




আমি থাকবো

হাসানুর রহমান


সবায় চলে গেলেও
আমি থাকবো তোমার প্রতীক্ষায় অনন্তকাল ,
কথা দিলাম ভুলেও পথ ভ্রষ্ট হবো না
এক মুহূর্তের জন্যেও ভুলবো না তোমায়

অবসর হলে ছুটে এসো আমার দ্বারে
জরিয়ে নিবো কলিজায়
জানতে চায়ব না কখনো অতিত ইতিহাস
কথা দিলাম শুধুই ভালবাসবো
দুঃখ ছুবে না কখনো তোমায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন