মিনির জন্মকাহিনী
পার্থ ঘোষ
১৪ই জুন,
ছোটো এক
পরিবারে,
হইচই শোনা
গেল,
জন্ম নিল
সোনা মেয়ে।
কানে কানে
ছড়াল খবর,
ভরে উঠল
নীড়,
এই মেয়ে
দুষ্প্রাপ্য,
দেখার জন্য
ভিড়।
বাবা বলে
আমার মত,
মা বলে
"না",
ঘুম ভাঙা
শিশু বলে,
চেঁচানো চলবেনা।
আমার মতো
আমি,
নাম রাখব
মিনি,
যা চাইব
তাই যেন,
পেয়ে যায়
তক্ষুনি।
শাসন করলে,জোর
করলে,
পড়বোনা, খাবোনা,
সবাই যেন
ব্যস্ত থাকে,
যখন থামবেনা
আমার কান্না।
বাবা,মা
ভাবতে থাকে,
বড্ড পাকাপোক্ত
এই মেয়ে,
আমাদের অসুবিধা,
ও একাই
নেবে সামলে।।
তাকেই দিলিনা
পার্থ
ঘোষ
যার সাথে মিলেমিশে,
শিখলি ভালোবাসা,
উপহার দিলি
তারে,
আঘাত করার
ভাষা।
যার কাছে
যত্ন নিলি,
সকাল,
সন্ধাবেলা,
পরিবর্তে করলি
তাকে,
শুধুই অবহেলা।
কথা বেড়ে,বেড়ে,
গভীর হতো
প্র্তিদিন,
তখন ছিলি, অবুঝ
ছেলে,
ভালোবাসা বুঝিসনি
সেদিন।
জাগল যেদিন
ভালোবাসা,
চোখে পড়ল
অন্য মেয়ে,
বিনা ডাকে, তারই
কাছে,
ছুটে গেলি
প্রশ্ন নিয়ে।
মন থেকে
চাইল যে,
তার মন-ই
দেখলিনা,
তার কাছে
নিলি শুধু,
তাকে কিছু
দিলিনা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন