কবিতা-চন্দনকৃষ্ণ পাল

স্বপ্নযাত্রা-

চন্দনকৃষ্ণ পাল


প্রবল দেবত্ব নিয়ে জন্ম গ্রহণ
নর্দমার স্রোত নিয়ে হাঁটা চলা করে যে মানুষ
তার মনে পুষ্পোদ্যান করি আর
সাত রঙে আঁকি এক বিমূর্ত ছবি।

স্থির চোখ তাবৎ শিল্পীর
পূন্যধারা রেখে যাই মধু পূর্ণিমায়
আজকাল দেবত্বে ভাসাচ্ছি পৃথিবী
মানুষের মতো আর সুখী কেউ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন