এক পশলা শান্তি
মোঃ তৌহিদুল আকবর
অনেকদিন দূর আকাশে কালো মেঘের ভেলা
ভেসে যেতে দেখিনা
অনেকদিন দেখা হয়না
ঝুমবৃষ্টিতে বিপর্যস্ত নগর জীবন।
এখন গ্রীষ্মের আকাশ যেন ধীরে ধীরে
শরতের সাদা আকাশে রূপান্তরিত হচ্ছে
বৈশাখের তাপদাহ আছে ঠিকই
কিন্তু রুদ্রমূর্তির সেই কালবৈশাখী কোথায় যেন হারিয়ে গেছে।
নাগরিক জীবন এখন গরমে অতিষ্ঠ
ঘামে ভেজা আদ্র হয়ে থাকা নোনতা শরীর
এখন আর কারোরই কাম্য নয়
সবাই এখন অপেক্ষা করছে শুধু এক পশলা শান্তির।
আর আমি পথ চেয়ে বসে আছি
সেই মধুরতম দৃশ্যগুলো দেখবো বলে
তপ্ত ধরণীর বুকে যখন নেমে আসবে সেই
বহুল আকাঙ্ক্ষিত বারিধারা
তখন কে কি ভাবে বরণ করে নেয় সেই অতিথিকে !
একটি জীবিত লাশের আত্মকথন
মোঃ তৌহিদুল আকবর
জীবিত লাশের গন্ধ পাই আমি
আজও প্রতি রাতে !
এ এক অদ্ভুত ঘ্রাণ !
গলিত লাশের মতো দুর্গন্ধ নয় ।
এ যেন একটু স্যাঁতস্যাঁতে নোনতা ধরনের
মাংসাশী গন্ধ ।
আজও প্রতি রাতে !
এ এক অদ্ভুত ঘ্রাণ !
গলিত লাশের মতো দুর্গন্ধ নয় ।
এ যেন একটু স্যাঁতস্যাঁতে নোনতা ধরনের
মাংসাশী গন্ধ ।
জীবিত লাশের কান্নার আওয়াজ শুনি আমি
আজও প্রতি রাতে !
কান্নার ধরনটা একটু আলাদা !
দাঁতে দাঁত চেপে ,
সমস্ত শক্তি দিয়ে আটকে রাখা কান্না যখন বের হয়ে আসে
তখন যেমন শুনা যায় , আওয়াজটা ঠিক সে রকম ।
আজও প্রতি রাতে !
কান্নার ধরনটা একটু আলাদা !
দাঁতে দাঁত চেপে ,
সমস্ত শক্তি দিয়ে আটকে রাখা কান্না যখন বের হয়ে আসে
তখন যেমন শুনা যায় , আওয়াজটা ঠিক সে রকম ।
প্রতিটা মানুষ ই আজ যেন একেকটা
জীবিত লাশে রূপান্তরিত হচ্ছে !
যন্ত্রে বাঁধা মন সময়কে পাশ কাটিয়ে চলতে ভুলে গেছে ।
তাইতো দিবানিশি ধর্ষিত হচ্ছে আমাদের সমাজ
কলঙ্কের তিলক কপালে এঁকে দিব্যি আমরা বেঁচে আছি
আর তাই প্রতি ক্ষণে আমি বাস করছি জীবিত লাশগুলোর সাথে ।
জীবিত লাশে রূপান্তরিত হচ্ছে !
যন্ত্রে বাঁধা মন সময়কে পাশ কাটিয়ে চলতে ভুলে গেছে ।
তাইতো দিবানিশি ধর্ষিত হচ্ছে আমাদের সমাজ
কলঙ্কের তিলক কপালে এঁকে দিব্যি আমরা বেঁচে আছি
আর তাই প্রতি ক্ষণে আমি বাস করছি জীবিত লাশগুলোর সাথে ।
কামুক সত্তা বনাম নিষ্পাপ ভালোবাসা
মোঃ তৌহিদুল আকবর
তোমার ঘর্মাক্ত শরীরআমার মনে লুকিয়ে থাকা
সুপ্ত কামনাকে জাগ্রত করে !
ভালবাসাকে মাঝে মাঝে
কামুক সত্তার হাতে পরাজিত হতে
দেখেও নিজের অজান্তেই মন প্রশান্তি খুঁজে নেয়।
তবে কি কাম আর ভালোবাসা একি মুদ্রার দুই পিঠ ?
নাকি ভালোবাসার নামে অব্যাক্ত কামনাকে প্রশ্রয় করা !
নাকি কামনা ভালোবাসারই নিষিদ্ধ ফল !
মাথাটা কাম আর ক্রোধ নিয়ে জটলা পাকাচ্ছে
মস্তিষ্কের সেলগুলো ধীরে ধীরে আবার জেগে উঠছে
আবার ভালোবাসা নামে কামনার সেই নিষিদ্ধ জাগরণ
আবার নিজের কামুক সত্তার নিকট ভালোবাসার বলিদান
তবুও অজান্তেই প্রশান্ত হচ্ছে নিজের মন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন