কবিতা-অসমাপ্ত কবিতা

শান্ত ফটোগ্রাফ

অসমাপ্ত কবিতা


এই সেই "প্রিয় হালখাতা", যার
কভারে তুমি কাঠ পেন্সিলে লিখেছিলে,
"
উন্মাদ তুমি একটা!" এতক্ষন
হন্যে হয়ে খুঁজছিলাম এটি, শত বছরের
পুরনো বুকসেল্ফের ফাঁক-ফোকরে,
আর তুমি অপলকে চেয় চেয়ে হাসছিলে শুধু।
দ্যাখো, এর সিংহভাগই উঁই পোকারা
সাবাড় করে দিয়েছে। তোমার-আমার
প্রথম দেখা, কলেজ ফাঁকি দিয়ে পার্কে
ঘুরা-ঘুরি, উদ্ধত আলিঙ্গন আর
বিদায়ের নীলাভ ক্যলেগ্রাফি সব
খুঁটি-নাটি আঁকা ছিলো ওখানে, আমার
হৃদয়ের উজ্জ্বল লাল রক্তে। অচেনা, অজানা
এক দল উঁই পোকা এসব খেয় চলে
গেছে তাদের ক্ষিধার জালা মিটিয়ে...!
এখনো হাসছো তুমি! কথা বলো দয়া করে।
তখন তো আমাকে বলার ফুরসতই দিতেনা,
কথার খই ফুটতো তোমার জাদুকরী মুখে।
তাহলে আজ অদ্ভুদ এই নীরবতা কেন?
নির্বাক বেদনা অসহ্য ঠেকছে আমার বুকে।
আলিঙ্গনে শান্ত করো নতুবা উঁই পোকার দলটারে
বলে দাও, তারা যেন হৃদয়ের তাম্রফলকে লিখে
রাখা স্মৃতি-নুড়ি গুলো খুঁড়ে খুঁড়ে গিলে যায়।
অত হিম্মত আর তাকাত আছে তাদের?
আনমনে বকতে বকতে একসময়
চোখের কোণে অশ্রু ঝরে দারুন বেগে।
কেঁপে উঠে গলা সেতারার সকরুণ সুরে।
ধীরে ধীরে মোনালিসার শান্ত, নিরব আর
নিথর ফটোগ্রাফটি সিন্দুকে ভরি। খুঁড়া
পা টানতে টানতে কপাট খুলে উদোম
পৃথিবীর বুকে নেমে পড়ি...দূর আকাশে
তাকিয় তাকিয়ে ভাবছি, বন্দি করে এলাম,
মন খারাপের, বিরামহীন অশ্রুপাতের হেতুমালা।
ভুলে গেছিলাম, সে তো আমারই তনুমনের
মধ্যিখানে সিংহাসন গেড়ে খুঁড়ছে আমায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন