কবিতা-মনের কথা

পথো শিশু

মনের কথা


পথের ধারে যে ছেলেটি কাঁদছে প্রতিদিন বসে,
কেউ কি খবর রাখে গিয়ে তার পাশে?
তার মনের কষ্ট শুনতে যায় কি তার কাছে কেউ,
এভাবে তার ভিতর বয়ে যাচ্ছে প্রতিদিন বেদনার ঢেউ.

তার মনের আকুতি পারেনা সে কাউকে বলতে,
তাই সে পথের ধারেই পড়ে থাকে অযত্নে আর অবহেলাতে.
তার জন্য কেউ করেনা একটু মায়া,
তাই কখনো পায়না সে একটু সুখের ছায়া.

দুঃখের মাঝে সুখের দেখা কখনো সে কি পাবে?
নাকি এভাবে তার জীবন টা পথের ধারেই কাটাবে!
পথের শিশু পথের ধারে আছে হয়তো বেশ,
হতাশার মাঝে আমার লেখা করলাম আমি শেষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন