প্রবন্ধ-সিয়ামুল হায়াত সৈকত

প্রহসন, কিছু ভুল প্রত্যাশা আর মনুষত্ত্বে মূল্যবোধের বৃহস্পতি

সিয়ামুল হায়াত সৈকত


মানুষ সব কিছু ভালো পায় তবে অযথা প্রহসন নয়। তবে জৈবিক চাহিদার বেলায়
প্রহসন এর গুরুত্ব অত্যাধিক। অপদার্থের গন্ডিতে কেউ থাকতে চায় না, নিজের
কাছে যে দামবোধক তারই গুনগল্পে আজ এই জগত এবং ভবিষ্যৎ সত্য।
মনুষত্ত্বে প্রহসনের কারনে সত্য কোন তত্ত্বে বেঁচে থাকে কিনা তা আজও আমার
চোঁখে ফ্যাঁকাসে। হতাশাগ্রস্থতা যে কোন সময় মাটির ঢিবির মতন জেগে যায়,
প্রহসনের কারনে।

প্রহসনের বিষয়টি এককেন্দ্রিক বুদ্ধিমত্তাহীনতার পরিচয় মাত্র। দামির দাম
থাকে কম দামিদের জৌলুসে। দিব্যজ্ঞান কিংবা হিতাহিতজ্ঞান ঠিক দাঁড়ায় না
একখানে, জোঁয়ারের মত সু-বুদ্ধি গুলোও ভেঁসে চলে যায় সমাজের দাতাদের।
আমাদের মাঝ থেকে কেউ কেউ আবার অলিকের পিছনে ছুটি, প্রশমন পাওয়ার
প্রত্যাশায়।

পাইনা, শেষে অলিকের ফাঁকিই থাকে। নিজেকে দামহীন দেবতা মনে হয় তখনই। নিজের
গুরুত্ব কিংবা মূল্য ভুলে অযথাই ছোটাছুটি করি। আমরা জানি হয়তো প্রহসনের
বিষয়টি কুঁকড়ে খায় আমাদের সমাজ ব্যাবস্থা, কর্মস্থল কিংবা কর্মপস্থা
তবুও কল-কারিগরদের কারনে কিছুই করার থাকে না। যাই হোক, প্রশমনের কারনে
প্রসহনের ফাঁদে কেউ যেন না যাই তাই চাইবো। অপদার্থের প্রমান ভুল করে আরেক
বার যেন না হয়, সবাই সেই অনুসারী হবো। জয় ভালোর জয়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন