কবিতা-আলবার্ট জেকসন বিশ্বাসের ৩টি কবিতা

               জীবন কাহারে বলে, বন্ধু??

                              আলবার্ট জেকসন বিশ্বাস


                     নিরন্তর গেয়ে চলি আমি জীবনের গান
জীবন কাহারে বলে??
আকাশের নীলিমায় দুটো পাখির অসীমতার মাঝে হারিয়ে যাওয়া
তাল গাছে একজোড়া বাবুইয়ের ঘর বাঁধা
এই কি জীবন!!
পিঁপড়ের মত শ্রমিক হয়ে দিন কাটানো
অথবা রাত নির্ঘুম চোখে
অর্থের বিনিময়ে
যৌবন বিসর্জন,
নাকি ঘাসপোকা হয়ে পিঁপড়ের ঢিবিতে আক্রমণই জীবন?
জীবন কাহারে বলে, বন্ধু??

দেখো আজ,
পিঁপড়ের ঘর ধ্বসে পরে মানব পদকম্পনে
কম্পিউটারের কম্পনে চলছে জীবনে যান্ত্রিক গোলযোগ
ট্র্যাফিক জ্যামে পাখি ডাকছে কর্কশ সুরে
মুঠোফোনের জড়তায় জর্জরিত কোকিলের কালো দেয়াল
সময় তরীতে বাড়ছে ভাইরাসের আজন্ম আশ্বাস
বিয়োগান্ত ক্ষণে একাকীত্বের অনূভব
ভাষার অমিত প্রয়োগে চলে নিবারণের চেষ্টা।
এই কি জীবন!!!

উৎসর্গের আদলে মাটি আকাশ চুম্বন করে
বাতাসে শুধু ঘামেরই গন্ধ
দূষিত পানিতে মাছ-পাখিদের গল্প
কর্দমাক্ত রাস্তায় জৈবিক পদচারনা
অমৃতের খোঁজে জীবন উপলব্ধির লোপ
এই কি জীবন!!!

জীবন কাহারে বলে, বন্ধু??
নাকি মাছরাঙার স্বপ্নতুলিতে আঁকা কোন স্মৃতি?



যোদ্ধা

আলবার্ট জেকসন বিশ্বাস


জীবনযুদ্ধের চূড়ান্তে উত্তীর্ণ আজ।
শেষ পরাশক্তিকে হারিয়ে
মহাবীর খেতাবটা আলিঙ্গন করতে হবে।
প্রতিকূল আবহাওয়া বৈরী পরিবেশ
প্রমত্ত সাগরে উত্তাল ঢেউ
যোদ্ধার ন্যায়সঙ্গত প্রস্তুতির মাঝেই জয় সুনিশ্চিত।
আজ আর প্রাণ হাতে নিয়ে নয়
টর্নেডোর ঘূর্ণিতে ফেলে দিয়েই যুদ্ধে নামতে হবে
অকুতোভয়ী যোদ্ধাকে।

যোদ্ধা!! তুমি কি প্রস্তুত?

তোমার পানে চেয়ে আছে ইউনিভার্সের লক্ষ কোটি তারারা।
গ্রহানুপুঞ্জরা রাতের আঁধার কাঁটিয়ে উঠবে
শুধু তোমার জয়েতেই।
কোটি কোটি রহস্যের আধার
ওই ব্ল্যাকহোলটাও
তার রহস্য বাতিয়ে দেবে সবাইকে
শুধু তোমার জয়েতেই।

যোদ্ধা!! তুমি কি প্রস্তুত?

কালরাত্রির পিশাচরা সব হানা দিচ্ছে সকলের ঘরে ঘরে
বন্দি করছে জীবনের অনাহূত সমস্ত শেকলে
রক্ত নয়, জীবনটাই শুষে নিচ্ছে
জীবনের অমৃত স্বাদ গ্রহণের অনুভূতিটিও আর নেই।

যোদ্ধা সমস্ত বাঁধা পেরিয়ে চূড়ান্তে আজ
লড়াইয়ে তাকে জিততেই হবে
যোদ্ধা, তুমি কোথায়?
জরাজীর্ণ জীবনে শীর্ণ কাঁতর হয়ে পড়ে আছে সবাই
তুমি এখনও আসছ না বলে
পুব দিগন্তের রক্তিম সূর্যটাও এখনও দেখা দেয়নি।
তোমার অপেক্ষায়,
 নীলিমাও আজ বসে আছে
রাস্তার মোড়ে পতিতার বেশ ধারণ করে।

সমর বস্ত্রে তোমার দেখা মিলবে কখন যোদ্ধা??

কালরাত্রির পিশাচরা সব বিনাশ করতে
এসে পড়ল যে!

তুমি কোথায়?? কোথায়?? কোথায়??
দেখা দাও শুধু একটিবার!

অতঃপর,
দূর হতে শোনা গেল এক তীব্র হুংকার।
আঁধারের কালোরং ছাপিয়ে উঠে আসে পূবের রক্তিম সূর্যটাও।
আর এক ধূসর প্রান্তরে দেখা যায় তাকে
অশ্বপৃষ্ঠে বীরদর্পে দাপিয়ে আসছে
তীক্ষ্ণ ধারালো চকচকে তরবারি হাতে।
ভূমিতে বয়ে যাচ্ছিল পিশাচদের রুধিরধারা
মুছে গেল জীবনের সকল কালোছাপ।
আর বিজয় মুকুটে আজ ফিরল সে
বীরযোদ্ধা।



অনুপস্থিতি

আলবার্ট জেকসন বিশ্বাস


আজ দিনটি কাটছে ছন্দহীন
নীলাকাশে সূর্য যেখানে তাকিয়ে থাকে মলিন।

আজ রাতটিও কাটে গল্পহীন
একা চাঁদটির পাশে যেখানে তুই বিলীন।

চিন্তার ইচ্ছে শিকল পারতো না করতে আমায় বন্দি
তোর অনুপস্থিতিই আমায় থামিয়ে করেছে ফন্দি।

ভাবনার আকাশ উন্মুক্ত হতো শুধু তোরই হাতে
চারদেয়ালের বদ্ধ আকাশে পড়ে রয়েছি তুই না থাকাতে।

তোর আদরে যেন বেড়ে উঠছিলাম হয়ে এক মানুষকল
তোর দৈবাৎ মৃত্যুতে হয়েছি শুধুই ফানুসকল।

সেদিন থেকেই আমার আকাশ হয়েছে অসাড়
কষ্টের এই বোঝা আর কোথাও রাখা ভার

আমার সবুজ পৃথিবী সেদিন থেকেই হয়েছে মরুভূমি
তোর মৃত্যুতেই, দিদি শুধু তোর মৃত্যুতেই আজ হয়েছি প্রাণহীন কোন প্রাণী।

৮টি মন্তব্য:

  1. amar mon a hoy Albert Jackson Biswas ak din onk boro hobee khub tara tarii...

    উত্তরমুছুন
  2. __ shahitto er bapere ami kicu na bujhle o bolte pari - khub valo hoecche.keep going......:)

    উত্তরমুছুন
  3. Bah! dutai chomotkar laglo. Keep it up. aro bhalo prottasha bere gelo.

    উত্তরমুছুন