অসমাপ্ত ভাবনা গুচ্ছ-২৩
রাশেদুল হাসান
অগ্নি শিখার দ্যুতিতে নয়,
উত্তাপে জীবন চাই।
সূর্যের আলোতে নয়।
হাইদ্রোজেনের ভাঙ্গনে নির্গত শক্তি, হয়ে বাচতে চাই।
তোমার জন্য কবিতা কিংবা
শব্দ সাজিয়েছিলাম।
তখনও বুঝিনি লাভার কালিতে
লিখা শব্দ তোমার জন্য নয়
স্রেফ অপচয়।
সে শুধু শীলা খন্ডে দ্রোহের জন্য সয়।
মরুর বুকে ক্যাকটাস হয়
গোলাপের ভালবাসা নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন