জাগরণ
হে পথিক আর কত ঘুমাবে
বেলা যে গেল গড়ায়ে,
সবে নামিছে অমানিশা
দিব-প্রদীপ নিভায়ে৷
নদীতে ধ্বনিছে কলকল
সাগর-তটে গর্জন,
পাখি'তান মিলিছে আধারে
বিসন্ন করিছে মন৷
আর কত ঘুমাবে?
জগতে নামিছে প্রলয় ঝড়
বদ্ধ হাওয়ার পরে,
মানব ছোটে দিক-বিদিক
ক্ষনিক বাঁচার তরে
সেদিন হয়েছে গত
ঘুমা বড় ভার,
পথিক তাই জাগো
ঘুমাইও না আর ৷
সবে যদি তোমার মত
পথে-ঘাটে থাকে অচেতন,
জগতে নামিবে চন্ডী
উড়িবে না কভু কেতন৷
জোছনা আজ হারাইয়াছে
ক্ষীণ চাঁদের আলো,
পথিক তুমি উঠিয়া
আজি প্রদীপ জালো ৷
নূর হোসেন
হে পথিক আর কত ঘুমাবে
বেলা যে গেল গড়ায়ে,
সবে নামিছে অমানিশা
দিব-প্রদীপ নিভায়ে৷
নদীতে ধ্বনিছে কলকল
সাগর-তটে গর্জন,
পাখি'তান মিলিছে আধারে
বিসন্ন করিছে মন৷
আর কত ঘুমাবে?
জগতে নামিছে প্রলয় ঝড়
বদ্ধ হাওয়ার পরে,
মানব ছোটে দিক-বিদিক
ক্ষনিক বাঁচার তরে
সেদিন হয়েছে গত
ঘুমা বড় ভার,
পথিক তাই জাগো
ঘুমাইও না আর ৷
সবে যদি তোমার মত
পথে-ঘাটে থাকে অচেতন,
জগতে নামিবে চন্ডী
উড়িবে না কভু কেতন৷
জোছনা আজ হারাইয়াছে
ক্ষীণ চাঁদের আলো,
পথিক তুমি উঠিয়া
আজি প্রদীপ জালো ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন