কবিতা-আহমেদ তানভীর

পথের পাথরে প্রেম

আহমেদ তানভীর


কৃষ্ণপক্ষের এক টুকরো আকাশ কোলে নিয়ে-
সারারাত ভেবেছি ভীষণ!
কিছু কবিতা লিখবো এবার গল্পের আদলে

নিশিজাগা অবুঝ তৃষ্ণায় তুমি-আমি পাশাপাশি,
নদীর বাঁকের মতো তোমার অদ্ভুত কোমরে-
আমার জড়ানো দুহাত চুপচাপ লিখে দিলো-
দুচার লাইন প্রেমের কবিতা

চাঁদহীন শেষরাতে থোকা থোকা আঁধার-
বাতাসের সাথে গড়াগড়ি খায়
জড়াজড়ি তুমুল তুফান আমাদের বিছানায়!
ভোরভরা জানালায় রোদভরা ভোর দোর খুলে দিলে-
ফিরে ফিরে দেখি, ছিঁড়ে যাওয়া নরম চাদরে-
লেগে আছে উত্তাল রাতের পরম আদর!

রোদ এসে কেড়ে নিলে যাবতীয় বোধ,
পথে নেমে মনে হয়- পথের পাথরেও বুঝি
আজকাল লেখা থাকে নাগরিক প্রেম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন