কবিতা-রাইয়্যান আহমেদ অর্ক এর ২টি কবিতা

সঙ্কীর্ণ বাতাস

রাইয়্যান আহমেদ অর্ক


এমনি করেই বিশ্বের সকল দ্বারপ্রান্ত হতে
নব নব উন্মোচিত পথ তোমার দিকে
ভালবাসার হাতসহ টেনে তুলবে
প্রায় সত্যের পথে
যেখানে বইবে না এই সরল বাতাস
সঙ্কীর্ণ বাতাসের ভিড়ে সমাজের উচ্চ-মঞ্চে
এই পৃথিবীর বিপুল ঐক্যতানে
জীবনের সাথে জীবনের মিল
কখনোই হবে না ,
যেন প্রায় সত্য তোমার অবস্থান
তোমাকে সঠিক পথের বন্ধ দরজার
নিকটে দাড় করিয়ে রাখবে
এই অঙ্গ- বঙ্গ- কলিঙ্গের নগরে প্রান্তরে
শত শত সাম্রাজ্যের ধ্বংসাবশেষে।



ছল

রাইয়্যান আহমেদ অর্ক


অতি
নমনীয় চলন এর ছলে

এখানে রোজ হেটে বেরাও
তবু  জুতোজোড়া
খটখট শব্দ করে না
এই টালির মেঝেতে
অপরিচিত চোখে
থেমে থেমে তাকাও
ম্রিয়মাণ মুখের অবয়বে
তোমার  শক্ত থাকার ভাব
শার্সি-খোলা জানালার কাঁচে
ফ্রেমে বন্দি হয়ে আরো স্পষ্ট
যেন উত্তর পূর্বের ধুসর মেঘ
আজ নাই বা সূর্যকে আড়াল করল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন