নির্বাক
পৃথিবীআলমগীর
পৃথিবীটা
নিস্তব্দ,অশালীন কর্ম যেনো
বিষক্ততা
অব্যাক্ত
সত্য মর্ম তিক্ততা হারিয়েছে
মুগ্ধতা
আস্থাহীন
নাকি স্বার্থাধীন দুটোতেই ঘুরে ঘুরে
ধুম্র
বাতাসে শুধু ছুটছে প্রণয়ের
সুরে সুরে
উদ্ভব
তর্কের দাহ্য জঞ্জাল জ্বলে
অন্তহারা
অতৃপ্ত
ক্রোধ বইছে নির্বাক স্রোতের
ধারা
স্নায়ু
প্রগলভতায় লড়ছে শতো মৃদু
পাঞ্জা
প্রতিশোধ
উৎসন্ন ত্যাজী স্বপ্নের ক্ষ্যাপা
মাঞ্জা
রংয়ে
ছটা নয়,ক্ষরণের লালে
তবু রংধনু হয়
অলিক
শোষণে আলো ঘন কালো
সন্ধায়
নিশ্চুপে
নিঃস্বার আলিঙ্গনে ভীরু অন্তদৃষ্টি
সত্য
নয় কভু,আত্মোক্তি হয় প্রকৃত সৃষ্টি
জাগতিক
চাপে দমবন্ধ,কেন মিছে
শ্বাসাশ্বাসি
দূর্বল
ক্ষুব্দ হৃদয় তবু চলছে,করে ঘেশাঘেশি
সিলেবাসে
ধর্ষণ,নিস্তার করমর্দন খুনপাসিনা
ফলাফল
মনোবল সংশয় বারবার দৃষ্টিহীনা
ধোঁয়াকালি চোরাবালি
অস্তমৃত অবগাহন
উদাসী
দুর্বাসা ভ্রান্ত অমানিশা ব্যার্থ
দহন
সমন্বয়ে
মরণকাল তুষ্ট কৃপায় নিয়ন্ত্রন
যান্ত্রিক হলো নৈতিক,আঙ্গিক দূষণ কলুষণ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন