কবিতা-রাজেশ চন্দ্র দেবনাথ

পাথর

রাজেশ চন্দ্র দেবনাথ


প্রবচন নিয়ে নিকোনো সন্ধ্যা
হুইসেল বাজছে পাখিদের সীমান্তে

শালবনে জবুথবু , অস্ফুট দিন
শূন্যে বুনা হল প্রাইভেট মিউজিক

নেশাতুর সাইকেলে ক্রমশ শীৎকার
গল্প শেষে ভিন্নবিষযক জিজ্ঞাসায়
পাথর ফাটছে নাভিতে

২টি মন্তব্য: