কবিতা-মোঃ মোসাদ্দেক হোসেন

বর্ষার জলে

মোঃ মোসাদ্দেক হোসেন


রাতের আধারে মিলিয়ে যায় সব স্বপ্নগুলো
যত কল্পনা মনের আল্পনা যত আছে সব,
খুজেদেখি আছে নাকি খানিক অংশ-
মুখরীত স্বপ্নে জাগ্রত হবে স্বপ্নদের কলরব।

সব মুছেগেছে বর্ষার জলে ঝরা বৃষ্টির ফোটায়,
শুকনো পাতার মত ঝরেগেছে স্বপ্ন হলুদ পাতার বোটায়।
কাঠালের পাতার মত ঝরেগেছে স্বপ্নগুলো-
তবুও আমি নিশ্চুপ প্রহর গুণি,
আশাহীন পথে খুজে ফিরি আলো;
স্বপ্নের বীজ বুনি।

জাগ্রত হইনব চেতনায় নতুন প্রভাত বেলা,
স্বপ্নহীন পথে ফিরে যায় আশা; শব্দরা করে খেলা।

অবহেলারচোখে কেটে যায় পথ; মুছে যায় ইতিহাস-
ঝরা অশ্রুরা প্রতিবাদ করে, করুণ দীর্ঘ শ্বাস।

তবুও স্বপ্নের আল্পনা আঁকি নতুন কোন রাতে,
মুছে যায় তা অশ্রু বিন্দুর শোকের জাগা স্রোতে-
তবুও থামেনা হৃদয় ক্রন্দন শান্তমনের ঘরে,
আসবে বিজয় প্রতিক্ষার প্রহর নতুন কোন ভোরে।
আশাহীন পথে খুজে ফিরি আশা,
খুজি স্বপ্ন নব রত্ন মনের জাগা ভাষা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন