প্রেমের ছড়া
হীরা
তোমায় দিলাম
আল্লাহ খোদার কিরা
আর যেও না ওই ছেলেটার কাছে
ডজন ডজন ধাড়ি মেয়ে ঘুরছে তারই পাছে
স্বভাব?
তার কিছুটার অভাব
এই ধরো সে একলা পেলে কারে
গোফটাও সে নাড়ে
এক পলকে চোখ করে পিটপিট
ল এর নিচে হ্রস্ব উকার মস্ত বড়ো কীট
কদিন আগে দিঘির পাড়ে
দুজন ছিলো ঝোপের আড়ে
আমরা কজন তার ফাটালাম গিরা
হীরা
তোমায় দিলাম
আল্লাহ খোদার কিরা।
দীনা
বাজাও তোমার বীণা
আমার কণ্ঠে উতল প্রেমের সুর
ঐ যে দেখো ঢেউ তোলে কদ্দুর
উতল হাওয়ায় খোলো তোমার খোপা
আমি হবো ধোপা
মন্থনে মোর কৃষ্ণ কেশের রাশি
জল খসাবে দিঘির জলে ভাসি
ভাসবে বলো কি না?
দীনা!
বাজাও এবার
তাক ধিনা ধিন ধিনা
উঠলো তুফান দিঘির জলে
আমার গানের মন্ত্র বলে
ঢেউয়ের পরে ঢেউ ভেঙে যায়
পাড়ে
যারে
মন সপিলাম হৃদয়পুরে
এখান থেকে অনেক দূরে
বলো,
সেই তুমি সেই কি না?
দীনা।
মনসুর আজিজ
১. হীরা
হীরা
তোমায় দিলাম
আল্লাহ খোদার কিরা
আর যেও না ওই ছেলেটার কাছে
ডজন ডজন ধাড়ি মেয়ে ঘুরছে তারই পাছে
স্বভাব?
তার কিছুটার অভাব
এই ধরো সে একলা পেলে কারে
গোফটাও সে নাড়ে
এক পলকে চোখ করে পিটপিট
ল এর নিচে হ্রস্ব উকার মস্ত বড়ো কীট
কদিন আগে দিঘির পাড়ে
দুজন ছিলো ঝোপের আড়ে
আমরা কজন তার ফাটালাম গিরা
হীরা
তোমায় দিলাম
আল্লাহ খোদার কিরা।
২. দীনা
দীনা
বাজাও তোমার বীণা
আমার কণ্ঠে উতল প্রেমের সুর
ঐ যে দেখো ঢেউ তোলে কদ্দুর
উতল হাওয়ায় খোলো তোমার খোপা
আমি হবো ধোপা
মন্থনে মোর কৃষ্ণ কেশের রাশি
জল খসাবে দিঘির জলে ভাসি
ভাসবে বলো কি না?
দীনা!
বাজাও এবার
তাক ধিনা ধিন ধিনা
উঠলো তুফান দিঘির জলে
আমার গানের মন্ত্র বলে
ঢেউয়ের পরে ঢেউ ভেঙে যায়
পাড়ে
যারে
মন সপিলাম হৃদয়পুরে
এখান থেকে অনেক দূরে
বলো,
সেই তুমি সেই কি না?
দীনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন