কবিতা-কানিজ ফাতেমা খুশি

বাবা

কানিজ ফাতেমা খুশি


মৃত্যুর জরাজীর্ণ আওয়াজ ,
আমার কানে আসে
প্রতিনিয়ত ঘুরি আমি, তোমারই
স্নেহের অনুভুতির ভেতর
বিষণ্ণতায় যায় আমার অন্তর

খুঁজে ফিরি বাবা, তোমার
হাতের স্পর্শ, চোখের ইশারায়,
কাছে ডাকা, ধারাপাতের বর্ণনা,
নিত্য ভুল করা, তোমাকে বিরক্ত
করা, বই ছিঁড়ে ফেলে দিয়ে, হারিয়ে
ফেলেছি বলা
কি শান্ত সৌম্য তোমার বদনখানি
ভুলেও দেখিনি রাগ , শুনিনি
এটা করেছো কেন কখনো বলতে

মনে আছে বাবা,
হাঁটবার দিনের কথা ?
ভারি অন্যায় করেছিলাম সেদিন,
জানি ক্ষমা করেছো তখনই
ফিরে এসে ঘরে না ঢুকেই,
মাকে বলেছিলে,
আমার রাগিলা মা কোথায় ?
খুঁজে পেয়ে,
আদরে আটখান করে,
কোলে তুলে নিয়েছিলে বলেছিলে
আগামী দিন আর এমনটি হবে না
হয়ওনি, দিয়েছো কোনো কথা না বলেই

বাবা, তোমাকে খুঁজে ফিরি এখনো,
যেন আমার পিছনেই
তুমি দাঁড়িয়ে,
মাথায় স্নেহের হাতটি রেখে
স্থির রয়েছো চেয়ে

ফিরে এসো বাবা মৃত্যুর আবরণ ফেলে
কোলে তুলে নাও আবার
আগে যেমন নিতে ,
নিখাদ ভালোবেসে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন