পরশ
মেঘলা আকাশ
তোমার আলতো পরশে হ্রদয় ছুঁয়ে যায়
সময় যে থেমে যায় চোখে চোখ রেখে ,
কাছে এসে তুমি সন্ধা প্রদীপ জ্বালো
অন্ধকারে মোমবাতির সেই নিভু নিভু আলো......
অস্থির মন মিলেমিশে একাকার
হয়না তো শেষ তব রাত্রি ফুরাবার ,
তছনছ হয়ে যায় কপলের লাল টিপ
নির্জনতা যেন চারদিকে করে খেলা
অন্ধকারে মোমবাতির সেই নিভু নিভু আলোয়......
অবশেষে , প্রকৃতির নিয়মে আযান পড়লো কানে
সূর্য উঁকি দিলো আকাশের এক কোনে ,
আলস্য মন এসে দাড়ায় জানালার পাশে ,
হাতছানি দিয়ে যেন ডাকছে শিশির ভেজা ঘাসের কাছে.............!!
বৃষ্টি
মেঘলা আকাশ
দেখতে দেখতে আকাশ হয়ে গেল কালো
শুরু হলো রিমঝিম বৃষ্টি ,
আকাশ পানে তাকিয়ে অপলক দৃষ্টি
আহ : কি দারুন বৃষ্টি.....
বৃষ্টির শব্দে গান হলো শুরু
নজরুল কিংবা রবীন্দ্রনাথ গুরু ,
চারদিকে কদম ফুলের ঘ্রান
মনের আনন্দে নেচে ওঠে প্রান.....
ইচ্ছে হয় এক নিমিষেই ভিজে আসি
প্রকৃতি বাজাবে বাঁশি ,
পাহাড়ের কাছে বয়ে যাওয়া ঝরনা
মায়াবী এক টানে ফিরে আসি.........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন