কবিতা-জাবেদ এ ইমন

ছুটছে জীবন কোনখানে

জাবেদ এ ইমন


প্রতিদিন ছুটছে মানুষ শিক্ষা, অফিস, কারখানা ঘর
জীবন স্রোতে ভেসে ভেসে ছুটছে কেউ
                  ______দেশ হতে দেশ-দেশান্তর।
দিক হতে দিক দিকে দিকে যাচ্ছে জীবন কোনখানে
জীবন রেখা ছুটছে বুঝি, শুন্য থেকে অসীম পানে।

পাগলা হাওয়া পাগল পারা উড়ছে মানুষ হাওয়ার স্রোতে 
জীবন রথের দুরন্ত ঘোড়া ছুটছে যেন ভীষণ বেগে
তীর হারা কোন নদীর কুলে?
ছুটছে কি সব আপন ভুলে?
এই ছুটোছুটির সীমানা কোথায়, কোন জনে তা জানে।
জীবন রেখা ছুটছে বুঝি, শুন্য থেকে অসীম পানে।

ছুটে চল ছুটে আয় চল ছুটে যাই চারিদিকে এই আহ্বান
ছুটে ছুটে গাই সব চল, এই জীবনের জয়গান
জয়ের নেশায় সীমানা রেখায়
ভীষণ বেগে সব যায় ছুটে যায়
এই জয়ের নেশার সীমানা কোথায় কেউ কি তা জানে
জীবন রেখা ছুটছে বুঝি, শুন্য থেকে অসীম পানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন