মানবিক
সাইফুল আজম আল কাফি
হয়েছি মোরা এক একাত্মা, রেখেছি হাতে হাত,
দেখি না আমরা কতটুকু পারি রাঙ্গাতে নতুন প্রভাত।
চেষ্টা রবে আজীবন কল্যাণে মানবতার,
হোক না সে পথ বন্ধুর, ভারী আর নষ্ট যান্ত্রিকতার।
হা-হুতাশ করি আমরা যখন আই- ফোনের জন্নে,
বঞ্ছিতরা করে হা-হুতাশ শুধু পেট পুরে খাবার জন্নে। :(
হাকিয়ে চলি নতুন গাড়ি মস্ত বড় রাস্তায়,
আর ওরা অর্ধাহারে জীর্ণ শরীরে বসে রয় অন্ন চিন্তায়।
ছিন্ন বস্র নোংরা শরীরে এঁটে রয় ঘামে ভিজে,
নিত্য নতুন পারফিউমে আমার বসন সাঁজে ।
উপলব্ধিতে বোধদয় হয় চিন্তায় ঘুমহারা
এত কষ্টেও বাঁচতে পারে অসহায় দুস্থরা?
তাইতো আমরা হয়েছি একাত্মা, রেখেছি হাতে হাত
দেখি না আমরা কতটুকু পারি রাঙ্গাতে নতুন প্রভাত। //
দেখি না আমরা কতটুকু পারি রাঙ্গাতে নতুন প্রভাত।
চেষ্টা রবে আজীবন কল্যাণে মানবতার,
হোক না সে পথ বন্ধুর, ভারী আর নষ্ট যান্ত্রিকতার।
হা-হুতাশ করি আমরা যখন আই- ফোনের জন্নে,
বঞ্ছিতরা করে হা-হুতাশ শুধু পেট পুরে খাবার জন্নে। :(
হাকিয়ে চলি নতুন গাড়ি মস্ত বড় রাস্তায়,
আর ওরা অর্ধাহারে জীর্ণ শরীরে বসে রয় অন্ন চিন্তায়।
ছিন্ন বস্র নোংরা শরীরে এঁটে রয় ঘামে ভিজে,
নিত্য নতুন পারফিউমে আমার বসন সাঁজে ।
উপলব্ধিতে বোধদয় হয় চিন্তায় ঘুমহারা
এত কষ্টেও বাঁচতে পারে অসহায় দুস্থরা?
তাইতো আমরা হয়েছি একাত্মা, রেখেছি হাতে হাত
দেখি না আমরা কতটুকু পারি রাঙ্গাতে নতুন প্রভাত। //
জীবন ছিল দৈন্যতায়
সাইফুল আজম আল কাফি
সীমান্ত বিহীন সমুদ্র দিগন্তে আঁকি তোমার ছবি,
শ্যামবর্ণের এলোকেশী তুমি,
তোমার ছয়ায় শুভ্র হয় উন্মুক্ত এই ধরণী।
তাই এঁকেছি তোমায় প্রকৃতি মাঝে খুজি বেলা অবেলায়,
সকাল কিংবা সন্ধ্যা রুপে আসো আমার আঙ্গিনায়।
পাথর গলে ঝর্ণা কর
বৃক্ষ ফলাও মরুতে,
রুক্ষতাকে সিক্ত কর
উষ্ণ কর মেরুকে!!
উজাড় করে ভালবাসা দাও পৃথিবী ভরুক পূর্ণতায়,
তোমার মাঝে হারায়ে বুঝি জীবন ছিল দৈন্যতায়।।
শ্যামবর্ণের এলোকেশী তুমি,
তোমার ছয়ায় শুভ্র হয় উন্মুক্ত এই ধরণী।
তাই এঁকেছি তোমায় প্রকৃতি মাঝে খুজি বেলা অবেলায়,
সকাল কিংবা সন্ধ্যা রুপে আসো আমার আঙ্গিনায়।
পাথর গলে ঝর্ণা কর
বৃক্ষ ফলাও মরুতে,
রুক্ষতাকে সিক্ত কর
উষ্ণ কর মেরুকে!!
উজাড় করে ভালবাসা দাও পৃথিবী ভরুক পূর্ণতায়,
তোমার মাঝে হারায়ে বুঝি জীবন ছিল দৈন্যতায়।।
মুক্তির বারতা
সাইফুল আজম আল কাফি
ছোট্ট শিশুটির স্নিগ্ধ চেহারার দিকে তাকিএ বল......
ঐ শিশুটির মুখে প্রানভরে "বাবা" ডাক শুনবে বলেইত
সেদিন স্বাধীনতা আনবে বলে যুেদ্ধ গিয়েছিলে।
তোমাকে কি "একটি ফুল কে বাঁচাবো বলে করি যুদ্ধ করি"
গানটি আন্দলিত করেনি?
তোমার অস্তিত্তের অপর হামলা সেদিন
তোমাকে বিদ্রোহী করেনি?
তোমার বাবা, মা, একমাত্র ছোটবোন কে
দেশের জন্য বিসর্জন তোমাকে কি কাদায়নি?
করেনি কি তোমাকে প্রতিশোধ পরায়ন?
তবে আজ কেন নিশ্চুপ তুমি হে গাজী?
আজ কি তোমার চোখে পড়েনা বাবার কোলে
গুলিবিদ্দ হয় শিশু।
আজ কি কোন গান তোমাকে আন্দোলিত করে না?
দেশের অস্তিত্তের উপর হামলা তোমাকে কি বিদ্রোহী করে না?
আজো কত বাবা, মা, কত ভাই, বোন জীবন বিসর্জন দিছে...
তা কি তোমাকে এতটুকু কাদায় না?
সেইদিনের মত মুক্তির বারতা পুনুরুদ্দারে শুধাই
তোমার আহবান হে গাজী!!!!
ঐ শিশুটির মুখে প্রানভরে "বাবা" ডাক শুনবে বলেইত
সেদিন স্বাধীনতা আনবে বলে যুেদ্ধ গিয়েছিলে।
তোমাকে কি "একটি ফুল কে বাঁচাবো বলে করি যুদ্ধ করি"
গানটি আন্দলিত করেনি?
তোমার অস্তিত্তের অপর হামলা সেদিন
তোমাকে বিদ্রোহী করেনি?
তোমার বাবা, মা, একমাত্র ছোটবোন কে
দেশের জন্য বিসর্জন তোমাকে কি কাদায়নি?
করেনি কি তোমাকে প্রতিশোধ পরায়ন?
তবে আজ কেন নিশ্চুপ তুমি হে গাজী?
আজ কি তোমার চোখে পড়েনা বাবার কোলে
গুলিবিদ্দ হয় শিশু।
আজ কি কোন গান তোমাকে আন্দোলিত করে না?
দেশের অস্তিত্তের উপর হামলা তোমাকে কি বিদ্রোহী করে না?
আজো কত বাবা, মা, কত ভাই, বোন জীবন বিসর্জন দিছে...
তা কি তোমাকে এতটুকু কাদায় না?
সেইদিনের মত মুক্তির বারতা পুনুরুদ্দারে শুধাই
তোমার আহবান হে গাজী!!!!
কোন সাহিত্য পত্রিকায় আমার প্রকাশিত প্রথম কবিতা, দেখে ভালই লাগছে।
উত্তরমুছুন