কবিতা-এ.বি.এম সোহেল রশিদ

নীল কষ্টের জলকণা

এ.বি.এম সোহেল রশিদ


হিসেব কষে কুপোকাত! জীবনের অর্ধেকটাই রাত! 
বাকি অর্ধেকে সুখ দুঃখের বারোয়ারী মেলা 
খরচের খাতায় ক্ষয়িষ্ণু সময়ের নীরব আহাজারি
সঞ্চিত থাকে ফোটা ফোটা নীল কষ্টের জলকণা!

শিকড়ের উৎসমূলে আগুনের ফুল! স্বেচ্ছার ভুল! 
দুচোখের উষ্ণ ঝরনার স্রোতে হয়ে যায় হতবাক 
চাঁদের মৃদু হাসিতে তারায় তারায় আলোর মিছিল 
দুঃখের ভূগোলে আষ্টেপৃষ্ঠে বাঁধা রাতের বিপর্যস্ত শরীর

নির্দিষ্ট ছক পেড়িয়ে ধীরে ধীরে ফোটে ভোরের আলো 
আকাশ জুড়ে উৎকণ্ঠার খণ্ড খণ্ড সাদা-কালো মেঘ 
ঊষালগ্নে আরেকটি বিরহ রাতের আগমনী বার্তা 
বিষের মত ভাবনাগুলো নীল থেকে হয়ে যাবে কালো!

জলের প্রতিটি স্তর ভেঙ্গে বুকের পাঁজর করেছ কাঙ্গাল 
আকাঙ্ক্ষার প্রলেপে প্রলেপে সাজিয়েছ বুকের গহীন পথ 
পাঠাও নি কোন চিরকুট! কোন পথে করবো পদার্পণ 
লক্ষ্মী পেঁচার মত নির্ঘুম চোখে প্রতীক্ষার প্রহর গুনি! 

কাঁদে দেহের প্রতিটি অঙ্গ!কাঁদে রঙ্গ তামাসার স্মৃতি 
কাঁদে ফলাফল শূন্য দিন রাত্রির সরল যোগ বিয়োগ 
প্রতীক্ষার ক্ষণ ভুলে অঝোরে কাঁদে সর্বহারা দুটি মন 
করুণার ফাঁদে খুঁজতে চাইনা আর আদিম শিবির!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন