কবিতা-রনক জামান

নীরবতার চিৎকার

রনক জামান


নীরবতায় যে প্রেম তোমাকে স্পর্শ করতে পারে না
ভালবাসি বলে দিলেই বুঝে যাবে, তার কি গ্যারান্টি?
এতটা এমেচার প্রেম আমার দরকার নেই

আমার অপ্রেমেও কতটা প্রেম লেগে থাকে, তুমি দেখ না;
তোমার দৃষ্টি অনেক উঁচুতে, আমি ছোটখাটো, নগন্য নাদান
অকারণে, বড় অসময়ে করি বসন্ত উদযাপন-
বড় বেসুরো গলায় আমি ভালবেসে ফেলি, বড় ভুল করি

আমি খুব ভুল মানুষ-
সময়ে অসময়ে ভুল মানুষ,
প্রেম ভালবাসায় ভুল মানুষের প্রশ্রয় নেই যেন এতটুকু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন