ছড়া-মোঃ মোসাদ্দেক হোসেন এর একগুচ্ছ ছড়া

জাগরণ

মোঃ মোসাদ্দেক হোসেন


পাখির মত আমরা যদি
না উঠি মা জেগে
প্রভাত হবে কেমন করে
বদলে যাবার বেগে

আধার মুছে স্বপ্নগুলো
মেলে ধরে ডানা
বদলে দিব আলোর পথে
থাকবেনা তো মানা

কালো ছাঁয়া মুছে দিতে
নিতে হবে শপথ
আলোর মশাল হাতে নিয়ে
গড়তে হবে- পথ




শপথ

মোঃ মোসাদ্দেক হোসেন


ঘর হতে মা বের হতে দাও
গড়তে- স্বাধীন পথ
গড়তে হবে সোনার এদেশ
নিয়েছি যে শপথ

সকল বাঁধা জয় করে মা
আনব আমি বিজয়
শক্ত হাতে প্রাণের স্বরে
ভেঙ্গে দিয়ে সব ভয়

পাখির স্বরে মাটির টানে
আপন করে নিয়ে
হাজার পথের স্বপ্নটাকে
গড়ব বিজয় দিয়ে

আলোর পথের স্বপ্নটাকে
দেবনা করতে রোধ
আলোর মশাল হাতে নিয়ে
করেছি যে শপথ





শীতের বুড়ি

মোঃ মোসাদ্দেক হোসেন


শীত বুড়ি শীত বুড়ি
তোমার যে নেই জুড়ি
খেজুর রসের পায়েস পিঠা,
কত মজা কি যে মিঠা
ভাপা পিঠা বাড়ি বাড়ি
নবান্নের নতুন শাড়ি
চাঁদের আলোর খেলা,
শীত কুয়াশার মেলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন