ঝর্ণা এবং একটি প্রশ্ন
রাজু আহমেদ
পাষাণ পাথর-গিরি
তাহার দু আঁখি চিরি
দুরন্ত এক প্রস্রবন,
কলকল সুর তানে
একা বসি নির্জনে
আঁখি-জলে ভাসে অনুক্ষণ|
ভিজিয়ে বক্ষ-ভূমি
তটিনীরে দেয় চুমি
বাধ না মানা সে আঁখি-জল,
পরশে তটিনী যার
ধরা মাঝে অনিবার
যৌবনে করে টলমল|
আবার প্রখর ধরা
সে বিহনে হয় মরা
তাহার ছোঁয়াতে মৃত বন,
জাগে সে নতুন করে
সবুজের সমাহারে
দুরে স'রে অগ্নি-দাহন|
আনন্দ প্রিয়জনে
তার তনু দরশনে
আনন্দে হয় বিহব্বল,
জুড়ায় নয়ন দেহ
আবার কবিতা কেহ
তারে নিয়ে লেখে প্রতিপল|
কেউ কি দেখেছি চেয়ে?
গভীর দৃষ্টি নিয়ে
তার পানে কভু কোনক্ষণ,
কেন তার বুক ভাসে
আঁখির জলোচ্ছাসে
কি সে জ্বালা কি সেই
কারণ?|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন