কবিতা-শর্মিষ্ঠা ঘোষ

এর জন্যই

শর্মিষ্ঠা ঘোষ 


এর জন্যই ' বিশেষ ' তুমি
এর জন্যই কাছে আসার হাজার অজুহাত
এর জন্যই ভাঙল শপথ
'
ভুল করেও ভাবতে চাইনা ' ভাবছি যতবার

এর জন্যই ফুল কুড়িয়ে বেলা
এর জন্যই পদ্য গদ্য রেলা
এর জন্যই মন ক্যামেরায় ক্লিক
কাবাব খাচ্ছি স্বপনের টুথপিক

এর জন্যই ঠিক বারোটায় ভোঁ
মগজ শানায় অসহ্য সাইরেন
এর জন্যই অসম্ভবের শেষ
মুখ থুবড়ে পড়ছে যত ক্লিশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন