কবিতা-সিয়ামুল হায়াত সৈকত এর ২'টি কবিতা

রাজনীতি আর মানবতা

সিয়ামুল হায়াত সৈকত


আজ বিধাতার বিধ্বস্ত অভিশাপ ওলটপালট
করে দিয়েছে মুক্ত বাতাস, বাতাসের অধিকার!
ললাটে ক্রোন্দনের লীলাভূমি আর
ঝলসানো মাংসের দাগ
করেছে পাপি, দিয়েছে পাপের সিংহভাগ।
হতাশ হুংকার ছন্দের পাহাড়, বন্দীশালায় রেখেছে এবার!
আর কতটুকু আর কতকাল জারজের মত করব
সংসার?

গনহত্যা,নিপিড়ন আর কালো ছায়ার আবরণ
স্বাধীনতার স্বাধীনতাকে দুমড়ে দিয়েছে আরেকবার্।
চক্ষু মেলে তাকানোর জো নেই
যদি..যদি দেখি চক্ষুটিই নেই!

ধিক্কার!
রাজনীতি আর প্রহসনের মূল্যপ্রীতিকে..
মানবতা হারালো কোথায়?




তুমি কাব্য

সিয়ামুল হায়াত সৈকত


তোমার ইচ্ছে হলে তুমি সাজো মেঘপিয়ালী রোদ
আমার সন্ধ্যাতারার সন্ধ্যাসকাল একপ্রস্থ অবরোধ!

তোমার গগন মানে তুমি ভরা নীল জোছনার ঢেউ
আমার একলা পথে একলা চলি সঙ্গীবিহীন কেউ!

তোমার ভাবনাগুলো তোমায় ঘিরে দিচ্ছে কেবল হানা
আমার ভাবুক মনের পাগলামিটা করছে তালবাহানা!

তোমার খেলনাগুলো তোমার পাশে অনেক মানানসই
আমার অশ্বত্থবটের ব্রহ্মদেবী পূজোর পাঠে কই?

তুমি তোমার মাঝে খুবই খুশি তোমার মতন করে
আমি আমার মাঝে অনেক পাপি তোমার প্রেমের ভরে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন