কবিতা-জাবেদ এ ইমনের ২'টি কবিতা

ঋণ

জাবেদ এ ইমন 

আমার আজন্ম নারীর কাছে ঋণ
এক নারীর মাঝে আমি কাটিয়েছি আলো বাতাসহীন
আবদ্ধ শ্রেষ্ঠ নিরাপদ ঘরে,
সুদীর্ঘ দশমাস দশদিন ধরে
মুখ বুঝে সে সহ্য করেছে অসহ্য বেদনা,
তবু তার মুখে হাসি, তবু সে কাঁদেনা
সে এক নারী যার জন্য আমি জন্মেছি
পৃথিবীর বুকে
সে আর কেউ না, সে আমার হৃৎপিণ্ড
সে আমার মা





একটি ঝরাপাতা

জাবেদ এ ইমন



শুকিয়ে যাওয়া লতার মত বিবর্ণ
আর চুপসে গেছে তোমার দেহলতা
বুঝতে পারছি তুমি ঝরে পড়ছ ,
ঝরে পড়া পান্ডুর পাতার মত
ঝরাপাতা মাড়িয়ে অনেকেই সুখ পায় ,
ঝরাপাতায় যে মর্মরের সঙ্গীত বেজে উঠে
কিন্তু কেউতো জানেনা ওটা যে ঝরাপাতার কান্না
এমনিতে ঝরাপাতা ,
ঝরে পড়ে থাকে বিরহ শোকে ,
তারপর পায়ের চাপায় পিষ্ট ভেঙ্গে চুরচুর
কিন্তু এই ঝরাপাতা মাড়াতে যে ভিষণ ভালো লাগে ,
উনুনে জ্বলেও ভালো
আসলে কেউ কেউ অন্যের সুখের জন্য ,
ঝরে পরেও নিজেকে এভাবেনি: শেষ করে দেয়
তোমার মাঝে আমি এমনি এক ঝরাপাতা দেখছি
আজ তোমায় মাড়িয়ে সুখ লুটছে সকল
তারপর উনুনেই হয়ত হবে তোমার শেষকৃত্য
তোমায় বালোবেসে তোমার উপরে ছড়িয়ে দেবে,
কিছু ঝরাফুল
এই তোমার সান্তনা ,
তোমার বিদায়ী সংবর্দনা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন