রুখে তিনি দাঁড়ালেন
আমিনুল ইসলাম মামুন
আমাদের প্রিয় কবি
কাজী নজরুল
বৃটিশের গায়ে তিনি
ফুটালেন হুল।
ছন্দের কষাঘাতে
রুখে তিনি দাঁড়ালেন
হুল দিয়ে শূল দিয়ে
ইংরেজ তাড়ালেন।
শিল্পের বাগানের
তিনি বুলবুল
বিদ্রোহী কবি তিনি
প্রিয় নজরুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন