অনার্য
ইমরান হাসান
আমি বাঙালি,
আমি অরণ্যচারী
নিষাদ।
তামাটে তনু
এর মাঝে
ফুটে আছে ইতিহাস
রক্তধারা মাঝে ধ্বনিত
অনার্যের বাণী।
ফুটে আছে ইতিহাস
রক্তধারা মাঝে ধ্বনিত
অনার্যের বাণী।
আমি বাঙালি,
হাজার বছর এর বিস্তৃত
অতীত এর ছায়া ধারন
করি আত্নার গহীনে।
হাজার বছর এর বিস্তৃত
অতীত এর ছায়া ধারন
করি আত্নার গহীনে।
আমি বাঙালি
মাতৃসুলভ কোমলতায় দিই
স্থান,হাজারো বিমাতার সন্তানকে
যারা কেড়ে খায় আমারি
মুখের গ্রাস খানি।
মাতৃসুলভ কোমলতায় দিই
স্থান,হাজারো বিমাতার সন্তানকে
যারা কেড়ে খায় আমারি
মুখের গ্রাস খানি।
আমি বাঙালি
আমি কৃষকও বটে
নিজের হাতে চাষ করি
নিজ ভুমের ফসল,
যত্নের সাথে ফলাই মাটির
সন্তানদের।
আমি কৃষকও বটে
নিজের হাতে চাষ করি
নিজ ভুমের ফসল,
যত্নের সাথে ফলাই মাটির
সন্তানদের।
আমি বাঙালি
অতি অল্পতেই চলে যায়
বেশি পাবার নেই আশা
আমার।
হয়তো এই কারনেই
ভাগ বসাইনি অন্যের
দেশ মাঝে।
অতি অল্পতেই চলে যায়
বেশি পাবার নেই আশা
আমার।
হয়তো এই কারনেই
ভাগ বসাইনি অন্যের
দেশ মাঝে।
আমি বাঙালি
আমি নিরীহ বটে
কিন্ত আমি ভীতু নই
হাজার বছর ধরে টিকে
আছি হাজার ঝঞ্ঝা সয়ে
আমি নিরীহ বটে
কিন্ত আমি ভীতু নই
হাজার বছর ধরে টিকে
আছি হাজার ঝঞ্ঝা সয়ে
আমি বাঙালি
কোন ভয়ই টলাতে
পারে না আমাকে।
কোন ভয়ই টলাতে
পারে না আমাকে।
আমি নিষাদ
, আমি
কালো
আমি অকৃত্রিম, আমি প্রকৃতি
আমি প্রকৃতির সন্তান।
আমি অকৃত্রিম, আমি প্রকৃতি
আমি প্রকৃতির সন্তান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন