লক্ষ্য
সুশোভন রায়চৌধুরী
আমার লক্ষ্য ভাবনা ভুলে
চলছিলো বেশ জীবনখানা
শব্দ কেনা-বেচার ফুটে
হতেই পারে বায়না – জানা।
তবুও যদি বিক্রি হতো
কলমখানা আমার মনের
হয়তো লক্ষ্যে পৌঁছে যেতাম
দিয়ে খেসারত সকল ভুলের।
আগুন জ্বলে বুকের ভেতর
পুড়তে দেখি খাতার পাতা
তখন আমি নিজেই ভাবি
আগুন বিক্রি করার কথা।
বিচারের বাণী নিরবে থেকেছে
ঘুরে ফিরে আসে বিনয়ের চাকা
কালের আসরে ভাবনা আমার
লক্ষ্যকে মুছে করেছে ফাঁকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন