খোলা ডায়েরির পাতা
২৬/০৩/২০১৩
অদ্রি আহমেদ
২৬/০৩/২০১৩
কি করবো ঠিক বুঝে পাচ্ছি না । ভালো লাগছে না কিছু। কেন যে আমার সাথেই এমন হয় জানা নেই।
দুনিয়াতে আমিই যেন একমাত্র পাপী মানুষ, যে হয়ত কোন দোষ না করেই শাস্তি পেতে যাচ্ছি ।
বুকের ভেতরে তিল তিল করে গড়ে তোলা স্বপ্নগুলো কে যখন বাস্তব রুপ দিতে সাক্ষম হলাম, তখন
নতুন এক ঝামেলা মাথা চড়া দিয়ে উঠলো ।
০১/০৪/২০১৩
নাহ অনেক কষ্ট করে সিধান্তটা নিলাম, আমি সব কিছু ছেড়ে চলে যাবো, দূরে বহু দূরে, যেখান থেকে
আমাকে কেউ ফিরিয়ে আনতে পারবে না । জানি না কে কতটা কষ্ট পাবে আমি চলে গেলে , কিন্তু
আমি খুব কষ্ট পাবো আমার স্বপ্ন পুরন হওয়ার পরেও সেটাকে অনুভব করতে না পেরে।
০৫/০৪/২০১৩
পরিবারের অমতে বিয়েটা করে ফেলেছি। প্রথমে সে আমাকে এভাবে বিয়ে করতে চায়নি।
কিন্তু কিছু করার ছিল না । একসময় সেই সিধান্ত নেয় বিয়েটা সেরে ফেলার, গোপন ছিল
বেশ অনেক দিন। এখন পরিবার জানতে পেরে কেউ মেনে নিচ্ছে না । অনেক চেষ্টা করেছি দুজনে
না হল না । কেউ মানছে না । ওর মা তো একদমই আমাকে সহ্য করতে পারছেন না ।
খুব কষ্ট
লাগছে আমার । ও কি করবে এখনো বুঝতে পারছি না ।
০৬/০৪/২০১৩
আচ্ছা ও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি করবো ??? বেঁচে থাকার কোন অর্থ
থাকবে না আমার মাঝে । উফ চরম অসহ্য লাগছে মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে আমার ।
ফোন করেছিলাম ওকে ও আমাকে সাহস দিবে কি উল্টো বকা দিচ্ছে । হটাত করে ও এমন
পাল্টে গেল কিভাবে ?? ভালো লাগছে না ।
১১/০৬/২০১৩
প্রায় ২ মাস হয়ে গেল ও আমার সাথে যোগাযোগ করেনি। কিন্তু কেন ? কিভাবে ও পেরেছে
আমার সাথে এমন করতে ??? যেখানে একটা দিনও আমার কণ্ঠ শুনে থাকতে পারতো না ।
আমাকে না দেখে নাকি ওর দিন শুরু হত না । সে কিভাবে ? ২টা মাস আমার থেকে দূরে
আছে ? না একটা মেসেজ না কোন ফোন না কোন যোগাযোগ !!! ভয় লাগছে কিছু একটা ঘটতে
যাচ্ছে । আল্লাহ প্লিজ তুমি আমাকে একটু শক্তি দেও । আমি যেন সব সহ্য করতে পারি ।
১৫/০৭/২০১৩
আমার ধারনা ঠিক ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে তার বাসা থেকে একটা ডিভোর্স লেটার এসেছে !!
আমি বিশ্বাস করতে পারছি না এটা সত্যি ?? কিভাবে সম্ভব ?? সে সত্যি এটা পাঠিয়েছে ?? আমি
কাগজ হাতে পেয়ে কল দিয়েছিলাম। সে ধরেনি। শুধু একটা টেক্সট করেছে প্লিজ ঝামেলা করো না
সাইন করে দেও । সাইন করে দিবো ? কিভাবে ? এত সহজে সব শেষ করে দিচ্ছে সে আর আমি
মেনে নিচ্ছি ? কেন তাকে আমি কিছু বলতে পারছি না ??
১৮/০৭/২০১৩
আজ আমাদের কোর্টে দেখা হল। আমি সই করতে রাজি হয়নি। কোর্টে আপিল করেছি, সম্পর্কটা
বাঁচিয়ে তোলার জন্য শেষ একটা সুযোগ চাই। আমি এখনো জানি না সে কেন আমাকে হটাত করে
ডিভোর্স দিতে চাচ্ছে ? ভালবেসেছিলাম
দুজন দুজনাকে। সেজন্য সবার অমতে বিয়েও করেছিলাম।
তাহলে আমাকে ভালোবাসার এমন একটা নিষ্ঠুর শেষ পরিণতি মেনে কেন নিতে হবে ?? কোর্ট
আমাকে ২মাস সময় দিয়েছে নিজের সম্পর্কটা কে বাঁচিয়ে তোলার জন্য । আজ ১ম বারের মত
তার বাসায় উঠেছি আগামি ২মাস আমাকে ওর বাড়িতেই থাকতে হবে । আমি কিছুটা খুশি যে ওর
কাছে আসতে পেরেছি কিন্তু ওর পরিবার বা ও নিজেও খুশি না । এতকিছুর পরও একটা প্রস্নবোধক
চিনহ রয়ে যায়। আমার প্রতি তার অনিহার কারনটা কি ??
২৮/৭/২০১৩
আজ সে ১মবারের মত আমার গায়ে হাত তুলেছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সারা শরীরে। হ্যাঁ ও আমাকে মেরেছে
কারন ও চায়না আমার সাথে আর কোন সম্পর্ক রাখতে। ও চায়না আমি ওর স্ত্রী হিসেবে থাকি। কারন......
ও অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জরিয়েছে !! হ্যাঁ আমি যা বলছি সেটাই সঠিক ও অন্য কাউকে এখন
ভালোবাসে যে হয়ত আমার চেয়ে বেশি পরিমানে ওর যত্ন নেয়, ওর খেয়াল রাখে । হয়ত আমার থেকে বেশি
ওর অসুখ হলে সারা রাত জেগে ওর পছন্দের গান শোনায় ।
৩/৮/২০১৩
আজ আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি । চরম কান্না পাচ্ছে আমার। বুক ফেটে কান্না আসছে। ইশ
যদি একটু চিৎকার দিয়ে কান্না করতে পারতাম হয়ত নিজেকে হালকা মনে হত। কিন্তু আমি কাঁদতে পারছি
না । আমার কাছ থেকে হয়ত কাঁদার অধিকারটুকুও কেড়ে নেয়া হয়েছে । আমি আর কখনো তাকে বলতে
পারবো না তাকে আমি অনেক ভালোবাসি এই এতোগুলা আর কখনো সে আমার আহ্লাদী কথা শুনে হাসবে
না । আমার ছোট ছোট ইচ্ছেগুলো পুরন করবে না । এখন সে অন্যের ভালোবাসার মানুষ। সে এখন অন্য
কারো আহ্লাদ পুরনে ব্যাস্ত ।
১৫/০৮/২০১৩
নাহ আর পারছি না আমি এত কষ্ট অপমান সহ্য করা আমার পক্ষে সম্ভব না । তাই শেষ পর্যন্ত এই সিধান্তে
এলাম যে আমি এই নষ্ট জীবন আর রাখবো না । হ্যাঁ আমি মরে যাবো। শেষ করে দেবো এই জীবন কি হবে
এটা দিয়ে ? যেখানে ও নেই যেখানে ওর ভালোবাসা নেই !! বেশ কিছু ঘুমের ওষুধ খেয়েছি মাথা কেমন জানি
ঘোরাচ্ছে চোখের সামনে সব ঘোলাটে লাগছে ...... পানির পিপাসায় বুক ফেটে যাচ্ছে ! নাহ আর লিখতে পারছি
না আমার হয়ত সময় শেষ ...... :(
০৫/১১/২০১৩
অনেকদিন পর লিখছি অবাক হওয়ার ব্যাপার হচ্ছে আমি এখনো বেঁচে আছি। সেদিন যখন গণ্ডা খানেক ঘুমের
ওষুধ খেয়ে মৃত্যুপথ যাত্রী হয়েছিলাম সেদিন দেখেছি সত্যিকারের ভালোবাসা কি ? সেদিন দেখেছি মায়ের চোখে
আমার জন্য অগাধ ভালোবাসা , আমাকে হারানোর ভয়। বাবাকে দেখেছি আমার জন্য ছোট বাচ্চার মত চিৎকার
দিয়ে কাঁদতে । এত ভালোবাসা রেখে আমি এমন একটা মানুষের জন্য নিজের জীবন দিতে বসেছিলাম যার কাছে
আমার কোন মূল্য নেই। অথছ যাদের কাছে আমার মূল্য অনেক আমি তাদের কষ্ট দিয়েছি কত !! তবুও তারা
আমার ক্ষমা করে ভালোবেসে কাছে তটেনে নিয়েছে পরম আদরে আশ্রয় দিয়েছে । ভালোবাসা দিয়ে আমার কষ্ট
গুলোকে ভুলাতে চেষ্টা করেছে । আমি এখন শুধু তাদের জন্য বাঁচব । তাদের জন্য কষ্টগুলো লুকিয়ে ফেলে একটু
খানি হাসবো । নতুন করে জীবনটাকে গড়ে তোলার চেষ্টা করবো ।
০২/০২/২০১৪
আজ আমার ফ্লাইট! এইতো আর কয়েক ঘণ্টা পরেই আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি নতুন এক দেশে এক নতুন
শহরে। যেখানে আমার পরিচিত কেউ থাকবে না । কেউ পুরনো কথা মনে করিয়ে কষ্ট দেবে না । এই কাজটি
করছি বাবা মায়ের জন্য তাদের আমার প্রতি ভালোবাসার জন্য । হুম তাদের আর কষ্ট দিতে চাই না । তাদের
ইচ্ছায় আজ আমি মালয়শিয়া চলে যাচ্ছি। আমাকে মা, বাবা আর সাথে কিছু বন্ধু এসেছে সি অফ করতে ।
আজকের পর থেকে আমি আর কখনো ডায়রি লিখবো না । এটাই আমার শেষ লেখা । মা আর বাবা আমার
জন্য খাবার কিনতে গেল বার বার বললাম কিছু লাগবে না। প্লেনে সব পাওয়া যায় তবুও তাদের মন মানছে না ।
আমিও তাদের কিছুতে বাধা দিচ্ছি না করুক না যা খুশি আমার জন্য যাতে তারা তৃপ্তি পায় সেটাই আমার জন্য
যথেষ্ট । অইত মা আর বাবা আসছে । বিদায়......
*** ডায়েরিটা খানিক বুকে চেপে ধরে রাখে রিমি। এটায় ওর অনেক না বলা কথা জমে রয়েছে। ইচ্ছে ছিল
সাথে নিয়ে যাবে কিন্তু ও এটা করবে না । ডায়েরি সাথে নেয়া মানে কষ্টগুলো কে আবার বয়ে নিয়ে যাওয়া। যা
ও ওর পরিবার চায় না । সামনে বাবা মায়ের হাসি মুখ দেখতে পাচ্ছে । আস্তে করে ডায়েরিটা পাশের ময়লা
ফেলা ঝুড়িতে ফেলে মন কে শক্ত করে হাসি মুখে তাদের দিকে এগিয়ে যায়। ফ্লাইট এনাউন্স হয়ে গেল। বাবা
মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তরিঘড়ি ছুটছে রিমি তার নতুন গন্তব্যে । যেখানে তার অতীতের কালো ছায়া
নেই । আজ আবার ওর বুকের বাম পাশে চিনচিনে ব্যাথা অনুভব করছে এই ব্যাথাটা ওর পরিবারের জন্য।
রিমি কাঁদছে পেছন থেকে ওর বাবা মা দেখতে পাচ্ছে না এবার তাদের মেয়ের গাল বেয়ে পরছে ছোট ছোট অশ্রু
দানা যা ছিল তাদের জন্য। রিমি ভাবছে হয়ত আজ জীবনটা অন্য রকম হত.......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন